সাঁইথিয়া বিবেকানন্দ পল্লি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার হল নবীনবরণ উৎসব। প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণির ছাত্রছাত্রীদের খাতা-পেনসিল দিয়ে বরণ করে নেয় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ চৌধুরী ও সহকারি শিক্ষিকা মনিকা মণ্ডল বলেন, “এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলমুুখী করতেই নবীন বরণ উৎসবের আয়োজন করা হয়। প্রাক প্রাথমিকের ২০ ও প্রথম শ্রেণিতে এ বছর ভর্তি হওয়া ১৭ জনকে বরণ করে নেওয়া হয়।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবদীপ সরকার। নৃত্যানুষ্ঠান ও আবৃত্তি পরিবেশন করে স্কুলের ছাত্র-ছাত্রীরা।
|
ট্রান্সফর্মারের দাবি, ভাঙচুর |
ট্রান্সফর্মারের দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে বিদ্যুৎ দফতরে ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর গ্রুপ ইলেকট্রিক সাপ্লাইয়ে। ৭ মার্চ সেরুনিয়া গ্রামে মাঠের একটি ট্রান্সফর্মার পুড়ে যায়। এখনও পর্যন্ত ওই ট্রান্সফর্মা বদলে দেওয়া হয়নি। তাই এ দিন কৃষিজীবিরা পুড়ে যাওয়ার ট্রান্সফর্মার বদলের দাবিতে বিদ্যুৎ দফতরে আসেন এবং কর্মীদের মারধর করে ভাঙচুর করেন বলে অভিযোগ। সংশ্লিষ্ট দফতরের স্টেশন ম্যানেজার গঙ্গাধর মালি বলেন, “ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার খবর পাওয়ার পেয়েই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। নতুন ট্রান্সফর্মারও বরাদ্দ হয়ে গিয়েছে। কিন্তু গ্রামবাসীরা সে সব কথা না শুনে দফতরে ভাঙচুর চালান। নিগৃহীত হয়েছেন তিন জন কর্মী।” পুলিশ জানায়, সাত জনের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।
|
একটি বাগান থেকে ৫০টি ডিটোনেটর-সহ সাড়ে ৯ বস্তা বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মুরারই থানার আসমানপুর গ্রাম লাগোয়া একটি বাগানে ওই বিস্ফোরক রাখা ছিল। এ ছাড়াও পুলিশ ওই এলাকা থেকে তিনটি মোটরবাইক উদ্ধার করে। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে তারা এলাকায় পৌঁছলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
|
পাথরচাপুড়ির দাতাবাবার মেলা এখনও শুরু হয়নি। এরই মধ্যে কেপমারির ঘটনা ঘটল সিউড়িতে। স্ত্রী ও ছেলেকে নিয়ে নলহাটির ভদ্রপুরের বাসিন্দা সাবেকুল শেখ মঙ্গলবার পাথরচাপুড়ি মেলায় আসেন। রাতে তাঁবু খাটিয়ে শুয়েছিলেন মেলার একপ্রান্তে। রাতেই তাঁদের অচৈতন্য অবস্থায় মেলা কমিটি ও পুলিশ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার বিকেলে ছেলে বেলার মহম্মদ জানায়, তিন জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের তাঁবুতে এসে গল্প জমিয়েছিল। তারা চা খাওয়ায়। এর পরে আর কিছু মনে নেই।”
|
পালুইয়ে আগুন নেভাতে ডেকেও সাড়া পাওয়া যায়নি দমকলের। থানায় এই অভিযোগ জানিয়েছেন বোলপুরের সিঙ্গি পঞ্চায়েতের সনসৎ গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার রাত ১২টা নাগাদ গ্রামের তিন বাসিন্দার পালুই পুড়ে গিয়েছে। নজরুল হক, ওয়াসিম রাজা’র অভিযোগ, “দমকলকেন্দ্রে জানানো হয়েছিল। কিন্তু দমকল না আসায় লক্ষাধিক টাকার খড় নষ্ট হয়ে গেল।”
|
দিনে-দুপুরে ঘরের দরজা ও আলমারির তালা ভেঙে সোনার গয়না-সহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে পালাল দুষ্কৃতীরা। বুধবার ঘটনাটি ঘটেছে নানুরের উত্তরপাড়ার বাসিন্দা স্কুল শিক্ষক শিবপ্রসাদ থান্দারের বাড়িতে।
|