ভোজালি দেখিয়ে ব্যাঙ্কে লুঠ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম কাউন্টারের নিরাপত্তরক্ষীকে ভোজালি দেখিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা তুলতে বাধ্য করেছিল দুই দুষ্কৃতী। কিন্তু শেষ রক্ষা হল না। ছিনতাই করে পালানোর সময়েই গ্রেফতার হয় এক জন। মঙ্গলবার রাতে মেমারির তালপাতা এলাকার ঘটনা। পুলিশ জানায় ধৃতের নাম শেখ সফিক। তিনি উত্তর ২৪ পরগনার উস্তি থানার সারাচির বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হয় সাত হাজার টাকা। তবে অন্য আর এক জন তিন হাজার টাকা নিয়ে পালাতে পেরেছে। পুলিশ সুপার মহম্মদ হোসেন মির্জা জানান, শেখ হাবিবর রহমান নামে ওই নিরাপত্তারক্ষী এ দিন রাতে দায়িত্বে ছিলেন। সেই সময়ে দু’জন লোক মোটরবাইকে চড়ে ওই এটিএমে আসে। তাঁকে ভোজালি দেখিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা তুলতে বাধ্য করে। কিন্তু পালানোর সময়েই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল মেমারি থানার একটি নাইট মোবাইল ভ্যান। থানার এসআই দেখতে পেয়ে গাড়ি দাঁড় করালে, ওই দুই দুষ্কৃতী পালানোর চেষ্টা করে। তবে এনভিএফ সঞ্জয় চক্রবর্তী তাড়া করে সফিককে ধরে ফেলেন। পলাতকের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সুপার আরও জানান, এনভিএফ সঞ্জয় চক্রবর্তীকে পুরস্কৃত করা হয়েছে।
|
ছুরিতে খুন স্ত্রী, আত্মহত্যার চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ছুরি দিয়ে স্ত্রীকে খুন করে আত্মহত্যা করার চেষ্টার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। তাঁর নাম প্রবীর যশ। মাধবডিহি থানার আরুই গ্রামে। তিনি মাধবডিহির ছোট বৈনান হাইস্কুলে পদার্থ বিদ্যা পড়াতেন। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, বুধবার সকালে তাঁর স্ত্রী সুপ্রভা ওরফে শিল্পীকে (২২) ছুরি মেরে খুন করার পরে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। তিনি মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতার পরিবারের অভিযোগ, সুপ্রভার উপরে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তাঁর স্বামী ও শাশুড়ি। বুধবার সকালে স্ত্রীকে খুন করে মাকে নিয়ে পালিয়ে যান প্রবীর। পরে পুলিশ খবর পায়, মেমারি গ্রামীন হাসপাতালে ভর্তি হয়েছেন ওই শিক্ষক।
|
বোমায় জখম প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
খড়ের পালুই থেকে খড় নামাতে গিয়ে বোমা ফেটে জখম হলেন এক প্রৌঢ়। তাঁর নাম হরাফ শেখ। তিনি মন্তেশ্বরের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সকালে তিনি তাঁর এক আত্মীয়ের খড়ের গাদা থেকে খড় নামাচ্ছিলেন। আচমকা পালুই থেকে বোমাটি পড়ে। বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। জখম হন বছর আটান্নর ওই প্রৌঢ়। তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই ওই আত্মীয় চিদু পলাতক। ঘটনার তদন্ত চলছে।
|
কিশোরীকে ধর্ষণের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বছর তেরোর এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার কালনা শহরের ছোটমিত্রপাড়ার ঘটনা। বুধবার কালনা থানায় ওই কিশোরীর মা অভিযোগ করেন, এ দিন রাত সাড়ে আটটা নাগাদ টিউশন পড়ে ফিরছিল ওই কিশোরী। সে সময়ে সহদেব বারুই নামে স্থানীয় এক যুবক তার মুখে গামছা বেঁধে তাকে জোর করে স্থানীয় কলাবাগানে নিয়ে যায়। সেখানে সুদেব বারুই বলে আরও এক যুবক আগে থেকেই ছিল। সুদেবের কাছে ওই কিশোরীকে রেখে তাকে খুনের উদ্দেশে হাঁসুয়া আনতে যায় ওই সহদেব। এর মধ্যে সুদেব কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। অভিযোগকারিনীর দাবি, সুদেব তাঁর মেয়েকে ভয় দেখায় যে তাঁকে ধর্ষণ করে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে তার দেহ পুকুরের জলে ফেলে দেওয়া হবে। তবে ইতিমধ্যে তাঁর মেয়ের গোঙানির আওয়াজ পেয়ে এলাকার লোক জন এসে মেয়েকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজ চলছে।
|
আবৃত্তি উৎসব
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
তিন দিনের আবৃত্তি উৎসব হয়ে গেল কাটোয়ার সংহতি মঞ্চে। শহরের আবৃত্তি ও পাঠচর্চা কেন্দ্র ‘বহুবচন’-এর উদ্যোগে এই উৎসব হয়। উৎসবের সূচনা করেছিলেন শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। ছিলেন আরেক কবি অপূর্ব দত্তও। সংস্থার কর্তারা জানান, সংস্থার ২৬ বছরের জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন। তিন দিনের এই উৎসবে ৪ থেকে ৫৪ বছরের শিল্পীরা কখনও একক, কখনও দ্বৈত আবার কখনও সমবেত ভাবে কবিতা পড়েন। সংস্থার তথা বাচিক শিল্পী নন্দন সিংহ বলেন, “এ ধরনের অনুষ্ঠানকে ঘিরে মফস্সল শহরে যে উন্মাদনা দেখা গিয়েছে তা আশাতীত।” সংস্থার পক্ষ থেকে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। |