নিয়োগ পরীক্ষার আগে অনুসন্ধান কেন্দ্র |
এ বার বর্ধমান জেলা থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসছেন ১ লক্ষ ৯২ হাজার ৫৪৪ জন পরীক্ষার্থী। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দাবি, এই প্রথম জেলা থেকে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষা দিচ্ছেন। সংসদ সূত্রে জানা গিয়েছে, জেলার মোট ৪৪৬ টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য একটি অনুসন্ধান কেন্দ্র খোলা হচ্ছে সংসদ কার্যালয়ে। সেখানে পরীক্ষার্থীদের আসন সংক্রান্ত তথ্য রাখা হচ্ছে বলে সংসদ সূত্রে খবর।
সংসদ সূত্রে খবর, আগামী ২৪ মার্চ, রবিবার বর্ধমানের টাউন স্কুলে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে অতিরিক্ত জেলাশাসক, জেলা স্কুল পরিদর্শক ও প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের উপস্থিতিতে শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষা বিষয়ক নানা নির্দেশিকা জানানো হবে। এছাড়াও পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনা করতে মহকুমাশাসকেরাও নিজেদের এলাকায় বৈঠক করবেন। বুধবার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দেবাশিস নাগ জানান, প্রধান শিক্ষক শিক্ষিকারা (ভেনু ইনচার্জ) হিসেবে থাকবেন। তাঁদের তত্ত্বাবধানেই পরীক্ষা হবে। গার্ড দবেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। ৩১ মার্চ, রবিবার বেলা ১টা থেকে ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার দিন দুপুর বারোটার মধ্যেই প্রতিটি ভেনুতে প্রশ্নপত্র পৌঁছিয়ে যাবে। তার আগেই ভেনু ইনচার্জকে থানায় গিয়ে পুলিশি প্রহরায় প্রশ্নপত্র নিয়ে আসতে হবে পরীক্ষা কেন্দ্রে। সংসদ সূত্রে আরও খবর, অনুসন্ধান কেন্দ্র ছাড়াও খোলা হচ্ছে একটি ওয়েবসাইট। সেখানেও পরীক্ষার্থীরা খুঁটিনাটি তথ্য জানতে পারবেন। |