নেতার নাম ব্যবহার করে হুমকির নালিশ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তৃণমূলের যুব জেলা সভাপতির নাম ছাপা প্যাড ব্যবহার করে তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল জামুড়িয়ায়। বুধবার যুব জেলা সভাপতি অভিজিৎ ঘটক জানান, তিনি জানতে পারেন দুই ব্যবসায়ীকে কেউ পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস এবং নীচে অভিজিৎবাবুর নাম লেখা প্যাড ব্যবহার করে দু’বার চিঠি দিয়েছে। প্রথম চিঠিতে ওই দুই ব্যবসায়ীর কাছে দশটি সাইকেল চাওয়া হয়। তাঁরা তা না দিলে কয়েকদিন পর আবার ওই প্যাডেই দেখে নেওয়া হবে বলে হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। অভিজিৎবাবু বলেন, “মঙ্গলবার ওই চিঠি-সহ জামুড়িয়া থানায় আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ যাতে দোষিকে খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেয় সেই আবেদন জানিয়েছি।” আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অজয় প্রসাদ জানান, তদন্ত শুরু হয়েছে।
|
ডাম্পার চাপায় মৃত খনিকর্মী
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ডাম্পার চাপা পড়ে মৃত্যু হল এক খনিকর্মীর। বুধবার অন্ডালের কাজোড়া এরিয়ার জামবাদ খোলামুখ খনিতে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ সহদাত হোসেন (৪৫)। বাড়ি অন্ডালের লছিপুরে। ঘটনার পরে মৃতের পোষ্যের চাকরি এবং ক্ষতিপূরণের দাবিতে শ্রমিক সংগঠনগুলি সমবেত ভাবে দীর্ঘক্ষণ উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভও দেখায়। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ন’টা নাগাদ খোলামুখ খনির ওভারবার্ডেন ফেজ-এ ডাম্পার চাপা পড়ে মারা যান ওই কর্মী। খবর চাউর হতেই তাঁর মৃতদেহ কার্যালয়ের সামনে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান শ্রমিকরা। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, ইসিএলের পদ্ধতি মেনেই পোষ্য হিসাবে মৃতের স্ত্রীকে চাকরিতে নিয়োগ করা হবে। দ্রুত ক্ষতিপূরণের টাকাও দিয়ে দেওয়া হবে।
|
অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার লিক, অসুস্থ বাসিন্দারা
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার লিক হল কাঁকসায়। এর জেরে আতঙ্ক ছড়াল এলাকার মানুষের মধ্যে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর থেকে মালদহগামী একটি ট্যাঙ্কার পানাগড়- মোরগ্রাম রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। কাকঁসা বসুধার কাছে অজয় সেতু সংলগ্ন এলাকায় লিক হয়ে যায় সেটি। অ্যাসিড থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েন। বসুধা, এগারো মাইল গ্রামের অনেকে আতঙ্কে অন্যত্র পালিয়েও যান। খবর পেয়ে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছায়। তবে উপযুক্ত পরিকাঠামো না থাকায় দমকল কোনও ব্যবস্থাই নিতে পারে নি। বুধবার রাত পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। কাঁকসা থানার ওসি বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, “দুর্গাপুর ইস্পাত কারখানার বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে।”
|
বার কাউন্সিলের ভোট আসানসোলে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল বার কাউন্সিলের পরিচালন সমিতির প্রতিনিধি নির্বাচন হল বুধবার। নির্বাচনে মৃণাল চট্টোপাধ্যায় সভাপতি, বাণী মণ্ডল সম্পাদক এবং সহ-সভাপতি পদে যুগ্ম ভাবে বলেন্দু পাণ্ডে ও রাজেশ তেওয়ারি নির্বাচিত হয়েছেন। মোট ১৪ জন প্রতিনিধি এ দিন নির্বাচিত হন। প্রায় ৮০০ ভোটারের মধ্যে ৬৮৮টি ভোট পড়ে এ দিন।
|
চুরি, গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
গত কয়েকদিনে একের পর এক চুরির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল কাঁকসা থানা এলাকায়। পুলিশ কাউকে গ্রেফতার না করায় ক্ষুব্ধও হন বাসিন্দারা। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে পুলিশ তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশের দাবি, এরা ১৫ মার্চ রাতে মোল্লাপাড়ার একটি বাড়িতে চুরির ঘটনায় জড়িত। ধৃতদের কাছ থেকে ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত চন্দ্রশেখর সিংহ ও শঙ্কর সিংহের বাড়ি মধ্যপ্রদেশের সাতনায়। পানাগড় গ্রামে থাকত তাঁরা। আরেক ধৃত শেখ তালেবের বাড়ি প্রয়াগপুরে।
|
দরজার তালা ভেঙে নগদ টাকা-সহ বেশকিছু সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। অন্ডালের উখড়া সন্ন্যাসীতলার কাছে চট্টোপাধ্যায়-রুইদাস পাড়ায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, তদন্ত হচ্ছে।
|
কোথায় কী
কাটোয়া
ক্রিকেট প্রতিযোগিতা। কলেজ মাঠ। সকাল ১০টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।
দুর্গাপুর
বিশ্ব কবিতা দিবস পালন। সংস্থার মঞ্চ। সন্ধ্যে ৬টা। উদ্যোগ: নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, দুর্গাপুর শাখা।
ব্যাডমিন্টন। সংস্থার প্রাঙ্গন। সকাল ৯টা। সেল আবাসন কালচারাল
অ্যান্ড অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন, দুর্গাপুর। ২৩ মার্চ পর্যন্ত। |