মহকুমা ক্রিকেট লিগে দ্বিতীয় ম্যাচে জয়ী হল ইউনিক। বুধবার কাটোয়া কলেজ প্রথমে ব্যাট করে ১১৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে জয়ের রান তুলে নেয় ইউনিক। দলের অরিন্দম ঘোষ ৪৬ রান করেন ও ১টি উইকেট নেন। মঙ্গলবারের খেলায় অগ্রণী সঙ্ঘকে হারিয়ে লিগের প্রথম জয় পেয়েছে কাছারি রোডের ঝঙ্কার।
|
সেল আইএসপি সিএসআর আয়োজিত এবং বিউসি পরিচালিত আন্তঃ গ্রামীণ কবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ছোটদিঘারী ৮ নম্বর বস্তি। বুধবার অন্বেষা মাঠের ফাইনালে তারা রামবাঁধকে ৪৩-২৫ পয়েন্টের ব্যবধানে হারায়। আয়োজক সংস্থার পক্ষে অনুপম দাশগুপ্ত জানান, ২২টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। এ দিন থেকেই বড়থল, হারামাটি, কুইলাপুর এবং ছোটদিঘারী মাঠে চারদিনের আন্তঃ গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। ৪২টি দল যোগ দিচ্ছে প্রতিযোগিতায়। ২৪ মার্চ বেকারী মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে।
|
রানিগঞ্জ থানা ও রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বুধবার বিজয়ী হল রনাই স্টার ক্লাব। রনাই মাঠে তারা রয়েল বেঙ্গল টাইগার রানিগঞ্জকে ৭ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে রয়েল বেঙ্গল ৯ উইকেট হারিয়ে ১২৯ রান করে। জবাবে তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় স্টার ক্লাব। অপরাজিত ৬৫ রান করে খেলার সেরা হন পিকু দাস।
|