দুষ্কৃতীদের দাপট বাড়ায় ডাউয়াগুড়িতে পুলিশ ক্যাম্প বসল। জেলা পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত দফতরের একটি ঘরে ওই ক্যাম্প করা হয়েছে। মঙ্গলবার তা চালু হয়। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধে ক্যাম্প করা হয়েছে।” পুলিশ ক্যাম্প চালু হওয়ায় স্বস্তিতে এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা। তাদের অভিযোগ, দু’মাসে ডাউয়াগুড়ি এলাকায় ৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ ছাড়াও, দুষ্কৃতীদের গুলিতে এক যুবকের মৃত্যু ও এলাকায় বোমাবাজি থেকে তোর্সা নদীর পাড়ে খুনের ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে আতঙ্ক বাড়ছিল। সন্ধ্যে হলে দোকান বাজার বন্ধ করে দেওয়ার প্রবণতাও দেখা যায়। পরিস্থিতির জেরে আতঙ্ক কাটাতে পুলিশ ক্যাম্পের দাবি ওঠে। ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোলেমন মিঁয়া বলেন, “পুলিশ ক্যাম্প বসায় আমরা স্বস্তি পাচ্ছি। আশা করি এ বার এই এলাকায় দুষ্কৃতী দলের দৌরাত্ম্য অনেকটাই কমে যাবে।”
|
উদ্ধার দুই খুদে পড়ুয়া
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
হোম থেকে পালানো দুই খুদে পড়ুয়াকে রাস্তা থেকে উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকার আলয়হোম থেকে পলাতক ওই দু’জনের বাড়ি তপনের বাপতোল ও ভালুকাদহে। ওই দিন সকালে তারা হোম থেকে পালায়। এর পর তারা পথ হারিয়ে ফেলে। রাতে বালুরঘাটের জলঘরে পৌঁছলে এলাকার লোক তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার বালুরঘাট থানার পুলিশ দুই পড়ুয়াকে চাইল্ড লাইনের হেফাজতে তুলে দিয়েছে। এ দিন চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর সূরজ দাস বলেন, “হোমে মারধরের ফলে তারা পালিয়েছে বলে ওই দুই শিশু জানিয়েছে।” সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদকমণ্ডলী সদস্য হোমের পৃষ্ঠপোষক নারায়ণ বিশ্বাস বলেন, “হোমে কাউকে মারধর করা হয় না। একটু আধটু শাসন করা হয়।”
|
নিয়োগে অনিয়ম, নালিশ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
কৃষি দফতরের পর এবারে সেচ দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সরব হল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। মঙ্গলবার ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা সেচ দফতরে। ১৫ জন কর্মী নিয়োগ করা হয়েছে বলে অভিযোগে ডিওয়াইএফ কর্মীরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন। জেলা সেচ দফতরের নির্বাহী বাস্তুকার সুনীল ঠাকুর জানান, সোমবার ১৫ জন নিয়োগপত্র নিয়ে বালুরঘাটে জেলা সেচ দফতরে কাজে যোগ দিতে যান। তাদের নিয়োগের বিষয়ে নির্দেশ না আসায় তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
|
বাস থেকে ২৫ কেজি গাঁজা-সহ এক যুবককে ধরেছে পুলিশ। মঙ্গলবার মেখলিগঞ্জ থানার চ্যাংরাবান্ধায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম রোশন কুমার। বাড়ি বিহারে। |