টুকরো খবর
মোটরবাইক দুষ্কৃতী ধৃত
শহর থেকে দুই আন্তঃরাজ্য দুষ্কৃতীকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। ধৃত রবি দাস ও শিবা দাসের বাড়ি ওড়িশার বালেশ্বর শহরের স্টেশন পাড়া এলাকায়। মঙ্গলবার বিকেলে রঘুনাথপুর শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার সামনে থেকে তাদের ধরা হয়। এ দিন ব্যাঙ্কটির সামনে একটি মোটরবাইকে দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে জেরায় পুলিশ জানতে পারে ব্যাঙ্কের সামনে থেকে বাইকের ডিকি ভেঙে টাকা চুরির কাজে জড়িত। পুলিশের দাবি, দুষ্কৃতীদের কাছ থেকে বাইকের ডিকি ভাঙার কিছু যন্ত্র উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে ওড়িশায়ও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বেশ কিছু দিন ধরে তারা বর্ধমানের পান্ডবেশ্বর এলাকায় ছিল। আজ, বুধবার দু’জনকেই রঘুনাথপুর আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।

শৌচাগার নিয়ে ক্ষোভ বিষ্ণুপুরে
এক কোনে রয়েছে একটি সুলভ শৌচাগার। বাস ধরতে আসা বা বাস থেকে নামা যাত্রীদের নজরে পড়ে না সেটি। উল্টো দিকে থাকা পুরোনো শৌচাগারটিও এখন ঢাকা পড়েছে গুমটিতে। দিক নির্দেশের কোনও দেওয়াল লেখাও নেই। সেই সঙ্গে শৌচাগার নিয়মিত পরিষ্কার করা হয় না বলেও ক্ষোভ রয়েছে। ফলে সমস্যায় পড়ছেন বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে নামা-ওঠা করা যাত্রীরা। কলকাতা থেকে বিষ্ণুপুরে বেড়াতে আসা এক যাত্রীর ক্ষোভ, “কোথায় শৌচাগার খুঁজে পাচ্ছি না।” বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কল্যাণ কোলে বলেন, “এই সমস্যার জন্য ভুল করে অনেকে বাসস্ট্যান্ড লাগোয়া আমাদের স্টেডিয়ামের শৌচাগার ব্যবহার করছেন।” বিষ্ণুপুরের পুরপ্রধান তথা রাজ্যের শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “সমস্যাটির কথা আমাকে কেউ বলেননি। আমি খোঁজ নিয়ে দেখব।”

তৃণমূলে যোগ
তৃণমূলে যোগ দিলেন পুরুলিয়ার জয়পুরের বর্ষীয়ান কংগ্রেস নেতা শক্তিপদ মাহাতো। রবিবার তিনি স্থানীয় বড়গ্রামে একটি ঘরোয়া অনুষ্ঠানে মন্ত্রী শান্তিরাম মাহাতোর উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন। শক্তিপদবাবু বলেন, “আমি বরাবরই কংগ্রেসের সৈনিক। তবে এই মূহুর্তে বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা নিয়েছেন, তাঁর পাশে দাঁড়াতে এবং তাঁর উন্নয়নের শরিক হতেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম।” শান্তিরামবাবু বলেন, “উনি আসায় দল শক্তিশালী হবে।” জেলা কংগ্রেসের সহ-সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায় বলেন, “উনি সুবিধাবাদী। আর কী বলব। এতে আমাদের দলের ক্ষতি হবে না। সেটা আগামী ভোটেই বোঝা যাবে।”

নিকাশি বেহাল
নিকাশি নালার কাজ শুরু হয়েছিল অনেক আগেই। কিন্তু আজও সেই কাজ শেষ হয়নি। ফলে পুঞ্চার ধাদকি বাজারে প্রায় ২০০ মিটার নালায় নোংরা জল ও বর্জ্য জমে পরিবেশ দূষিত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। শঙ্করীপ্রসাদ চট্টোপাধ্যায়, প্রশান্ত দত্তরা বলেন, “অপরিকল্পিতভাবে নালা তৈরি করা হচ্ছে। কাজ শেষ না হওয়ায় বৃষ্টিতে নর্দমা উপচে নোংরা জল ঘরে ঢুকছে। প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও সুরাহা হয়নি।” পুঞ্চার বিডিও সুপ্রতীক সিংহ বলেন, “নিকাশি নালার কাজ দ্রুত শেষ করার ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া যায় দেখছি।”

কৃষিরত্ন
পাত্রসায়র ব্লকে ‘কৃষিরত্ন’ পুরস্কার পেলেন স্থানীয় কৃষক সুকুমার ঘোষ। কৃষিকাজে উৎসাহিত করার জন্য এ বছর থেকে রাজ্যের প্রতিটি ব্লকে এক জন করে কৃষককে ‘কৃষিরত্ন’ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে পাত্রসায়রের বাসিন্দা সুকুমারবাবুর হাতে পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পাত্রসায়রের বিডিও অপূর্বকুমার বিশ্বাস বলেন, “কৃষিকাজ ছাড়াও সামগ্রিক দক্ষতার নিরিখে ওই ব্যক্তিকে কৃষিরত্ন পুরস্কার দেওয়া হয়েছে।”

পরিচয়পত্র বিলি
মানবাজার থানার মাঝিহিড়া গ্রামে শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে বাঁশ ও বাবুই ঘাস থেকে বানানো হস্তশিল্পের সঙ্গে জড়িত এমন প্রায় ২০০ জন শিল্পীকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। পরিচয়পত্র তুলে দেন রজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো।স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের পুরুলিয়া জেলা আধিকারিক গৌতম চৌধুরী বলেন, “শিল্পীদের এত দিন সরকারি পরিচয়পত্র ছিল না। কিষান ক্রেডিট কার্ড থাকায় ওঁরা এরপর ব্যাঙ্কের মাধ্যমে ঋণ, স্বাস্থ্যবিমা, ভাতা প্রভৃতির সুযোগ পাবেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.