দরপত্র না ডেকে স্থানীয় এক ঠিকাদারকে কাজের বরাত দেওয়া ও নিম্নমানের কাজের অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। পাড়া ব্লকের স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রশিক্ষণকেন্দ্র নির্মাণে দুর্নীতি হয়েছে সম্প্রতি কংগ্রেসের তরফ থেকে পুরুলিয়ার জেলাশাসক ও সংশ্লিষ্ট ব্লকের বিডিও-র কাছে অভিযোগ জানানো হয়েছে। ব্লক কংগ্রেস নেতা রামজান মির্ধার দাবি, “প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে ওই কেন্দ্রটি কেন্দ্রটি নির্মাণ হচ্ছে। কিন্তু সেই কাজের জন্য দরপত্র ডাকা হয়নি সিপিএম পরিচালিত পঞ্চায়েত সমিতি পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করাচ্ছে এবং কাজ শেষ হওয়ার আগেই ভবনের কিছু জায়গায় ফাটল দেখা যাচ্ছে।”
প্রশাসন খবর, তিন বছর ধরে পঞ্চায়েত সমিতির কার্যালয়ের পাশেই নির্মাণ হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের জন্য প্রশিক্ষণকেন্দ্র। কয়েক দফায় ওই প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের জন্য জেলা থেকে ব্লকে প্রায় ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম দফায় প্রায় ১৩ লক্ষ টাকার কাজে দরপত্র না ডেকে পে-মাস্টার (কাজ পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা ঠিকাদার) নিয়োগ করে কাজ করানো হয়েছে। পরের ধাপে বাকি টাকার কাজ হচ্ছে দরপত্র আহ্বান করেই। পাড়ার বিডিও তমোঘ্ন কর বলেন, “পে-মাস্টার নিয়োগের সময়ে আমি ব্লকের দায়িত্বে ছিলাম না। পরে দরপত্র আহ্বান করে কাজ হচ্ছে এবং ফাটল মেরামতির বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।” পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনজুড়া হাঁসদা বলেন, “যে সময়ে কাজ শুরু হয়েছিল, সেই সময় জেলা জুড়েই বিভিন্ন প্রকল্পে পে-মাস্টার নিয়োগ করে কাজ করানো হত। ফলে আমরাও সেই পদ্ধতিতে কাজ করিয়েছিলাম। পরে সমিতিতে সিদ্ধান্ত নিয়ে দরপত্র আহ্বান করে কাজ হচ্ছে। কোনও ক্ষেত্রেই বিধি ভাঙা হয়নি এবং ভাল মানের সামগ্রী দিয়েই কাজ হচ্ছে।”
|