নাট্যমেলা ন্যাজাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সন্দেশখালির ন্যাজাটে সম্প্রতি অনুষ্ঠিত হল দু’দিনের নাট্যমেলা। ন্যাজাটের ‘ভ্যাবনা’ এবং ‘টাকি নাট্যম’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই নাট্যমেলার উদ্বোধন করেন নাট্য পরিচালক সংগ্রামজিত্ সেনগুপ্ত। উপস্থিত ছিলেন টাকির পুরপ্রধান ও নাট্যাভিনেতা সোমনাথ মুখোপাধ্যায়, নাট্য সংগঠক দীপক বসু, নাট্য পরিচালক আশিস দাস, সন্দেশখালি-১ এর বিডিও অনিন্দ্য গৌতম প্রমুখ। প্রথম দিন মঞ্চস্থ হয় ভাবনা’র ‘ভাইরাস’, শিল্পাঞ্জলি’র ‘বেগুন পুরাণ’ ও নকশা’র ‘ইচ্ছেপুরণ’। দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় দৃষ্টি’র ‘জুতো আবিষ্কার’, সময় ১৪০০’র ‘দিনের শেষে’এবং নাট্যমের ‘রং’। আয়োজকদের তরফে ঝুমা বর জানান, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষকে আনন্দ দিতে এবং সেই সঙ্গে এলাকায় সুষ্ঠু সংস্কৃতি বজায় রাখা ও ছেলেমেয়েদের নাট্যমুখী করে তুলতেই এই প্রয়াস।
|
রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • সাগর |
বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে। শুক্রবার বিকেলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী পুরাতনানন্দ, নিমপীঠ রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী সদানন্দ ও মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী দুর্গাত্মানন্দ। রাতে হাওড়া শিবপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের শিল্পীরা পরিবেশন করেন যাত্রাপালা ‘যুবনায়ক বিবেকানন্দ’। উপস্থিত ছিলেন আশ্রমের প্রাক্তন, বর্তমান ছাত্রছাত্রী ও অভিভাবকেরা।
|
জয়ী ল’ক্লার্ক
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সম্প্রতি বসিরহাটের বিদ্যুত্ সঙ্ঘের মাঠে রাজ্য ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের স্থানীয় শাখা ও ফৌজদারি আদালতের কর্মীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হল। খেলায় ল’ক্লার্ক অ্যাসোসিয়েশন ৫-০ গোলে জয়লাভ করে। দলের পক্ষে জয়দেব দে ২টি, সুরজিত্ সরকার ২টি ও বাপি রায় একটি গোল করেন। ম্যাচের সেরা খেলোয়াড় হন যথাক্রমে ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের জয়দেব দে ও ফৌজদারি আদালতের বিজয় পাল। মাঠে উপস্থিত ছিলেন ফৌজদারি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবব্রত গোলদার, ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের মহকুমা সভাপতি প্রশান্ত সরকার, আইনজীবী বিকাশ পাল প্রমুখ।
|
গাড়ি-ভ্যান সংঘর্ষে মৃত্যু কুলপিতে
নিজস্ব সংবাদদাতা • কুলপি |
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকে ভ্যান আরোহীর। গুরুতর জখম হয়েছেন ভ্যানের চালক। তাঁকে কুলপি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে কুলপির ১১৭ নম্বর জাতীয় সড়কে রমজাননগরের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের নাম কল্যাণ তাঁতি (২২)। বাড়ি স্থানীয় রামকৃষ্ণপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবরস ওই দিন রাত সাড়ে ৯টা নাগাদ কল্যাণবাবু ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় কাকদ্বীপগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা মারলে ভ্যানচালক ও কল্যাণবাবু ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান কল্যাণবাবু।
|
ট্রেনের ধাক্কায় এক মোটর বাইক আরোহীর মৃত্যুতে উত্তেজনা ছড়াল ধানতলার বহিরগাছি স্টেশন চত্বরে। মঙ্গলবার সকালে রেল লাইন পেরোতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী আনন্দ রায় (৪৮) ট্রেনের ধাক্কায় মারা যান। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ট্রেন অবরোধ করেন। ঘণ্টা আটেকের এই অবরোধে ব্যাহত হয় রানাঘাট-গেদে ট্রেন চলাচল। অবরোধকারীদের দাবি, রেল দফতরকে বার বার লেবেল ক্রসিংয়ের দাবি জানানো হয়। কিন্তু কর্তৃপক্ষ সে দাবি কানেই নেননি। কার্যত প্রাণ হাতে নিয়ে হাজার হাজার মানুষকে লাইন পেরোতে হয়। বহিরগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের সুজিত কুমার রায় বলেন, “বহিরগাছি স্টেশনের কাছে রেল গেট তৈরির দাবি দীর্ঘদিনের। রেল কর্তৃপক্ষের প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয়নি।” |