ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। খবর পৌঁছে যায় পুলিশের কাছে। সোমবার রাতে এভাবেই তিন দাগী দুষ্কৃতীকে বনগাঁর জয়ন্তীপুর এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে, একটি ওয়ানশটার, একটি রিভলভার, চার রাউন্ড গুলি, ভোজালি, লোহার রড ও দা। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বনগাঁ মহকুমায় এর আগেও দুষ্কৃতী গ্রেফতার ও তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। কিন্তু এ বার যা পুলিশকে চিন্তায় ফেলেছে তা হল, ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে একটি অত্যাধুনিক বুলেটপ্রুফ জ্যাকেট। পুলিশ জানিয়েছে, জেরায় ধৃতেরা জানায়, বাংলাদেশ থেকে তারা ওই জ্যাকেটটি এনেছে। জ্যাকেট তারা কি জন্য এনেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার সুগত সেন বলেন, “ধৃতদের জেরা করে আরও তথ্য জোগাড় করার চেষ্টা হচ্ছে। জ্যাকেটটি বাংলাদেশ থেকে নাকি অন্য কোথাও থেকে আনা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বনগাঁ মহকুমা জুড়ে গত কয়েক মাস ধরে দুষ্কৃতীদের উপদ্রব বেড়ে গিয়েছে। আনাগোনা বেড়েছে ভাড়াটে খুনিদের। অবস্থা এমন দাঁড়ায় যে অনেকে সন্ধ্যার পর রাস্তায় বের হতেই ভয় পাচ্ছিলেন। দুষ্কৃতীদের এমন বাড়বাড়ন্তে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হন বাসিন্দারা। তত্পর হয় পুলিশ। ধরা পড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র পাওয়া গেলেও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার এই প্রথম। এতদিন বনগাঁয় ভাড়াটে খুনিরা দাপিয়ে বেড়াচ্ছে বলে যে অভিযোগ উঠছিল, বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের পর সেই অভিযোগই আরও জোরালো হল। দুষ্কৃতীদের নিজেদের মধ্যে কিংবা পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে গুলি ও পাল্টা গুলির লড়াইয়ে বাঁচার জন্য দুষ্কৃতীরা এই জ্যাকেট আনছে জেরায় ধৃতেরা জানিয়েছে বলে পুলিশের দাবি। সে ক্ষেত্রে আগামি দিনে সীমান্ত এলাকায় দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বনগাঁর বক্সীপল্লি, সিকদারপল্লি ও জয়ন্তীপুর এলাকায়। কয়েক মাস আগে পেট্রাপোল বন্দর এবং সিকদারপল্লি এলাকায় দু’জনকে খুনের ঘটনায় ধৃতেরা জড়িত বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, টাকার বিনিময়ে খুন করায় ধৃতেরা খুবই দক্ষ। তবে সম্প্রতি বনগাঁয় অপরাধ বেড়ে যাওয়ায় পুলিশও যথেষ্ট তত্পর হয়েছে। তারই জেরে ধৃতেরা গ্রেফতার হয়েছে বলে পুলিশের দাবি। ধৃতদের জেরা করে অন্য দুষ্কৃতীদেরও ধরা সম্ভব হবে বলে পুলিশের ধারণা। প্রসঙ্গত, ওই রাতেই ঘোলা থানার বিলকান্দা এলাকা থেকে পাইপগান ও গুলি-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। |