টুকরো খবর |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম দীপিকা সরকার (২২)। বাড়ি তেহট্টের বাগাডোবায়। মঙ্গলবার সন্ধ্যার সরকার বাড়িতে আগুন লাগে। পরে আগুন পাশের বাড়িগুলিতেও ছড়ায়। তাতে ছাই হয়ে যায় ৬টি বাড়ি। অভিযোগ, দমকল পৌঁছনোর আগেই ভস্মীভূত হয়ে যায় বাড়িগুলি। দমকলের পৌঁছতে দেরির অভিযোগ তুলে বেশ কিছুক্ষণ করিমপুর-কৃষ্ণনগর রাজ্যসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। তেহট্টের এসডিপিও সুনীল শিকদার বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অগ্নিদগ্ধ হয়ে ঘরের মধ্যে মারা গিয়েছেন ওই মহিলা। কী ভাবে ওই বাড়িতে আগুন লেগেছিল সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।” ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তেহট্টের মহকুমাশাসক সুদীপ্ত ভট্টাচার্য।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ট্রেনের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুতে উত্তেজনা ছড়াল ধানতলার বহিরগাছি স্টেশনে। মঙ্গলবার সকালে রেললাইন পেরোতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী আনন্দ রায় (৪৮) ট্রেনের ধাক্কায় মারা যান। তার জেরে এলাকার লোকট্রেন অবরোধ করেন। ঘণ্টা আটেকের এই অবরোধে ব্যাহত হয় রানাঘাট-গেদে লাইনের ট্রেন চলাচল। বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়। অবরোধকারীদের দাবি, রেল দফতরে বার বার লেবেল ক্রসিংয়ের দাবি জানানো হয়েছে। কোনও কাজ হয়নি। প্রাণ হাতে নিয়ে যাত্রীদের, পড়ুয়াদের রেল লাইন পেরোতে হয়। স্থানীয় বহিরগাছি পঞ্চায়েতের প্রধান তৃণমূলের সুজিত রায় বলেন, “বহিরগাছি স্টেশনের কাছে রেলগেট তৈরির দাবি দীর্ঘদিনের। বাসিন্দারা অনেকবার বিক্ষোভ দেখিয়েছেন। প্রতিবারই রেল কর্তৃপক্ষের আশ্বাসে উঠে গিয়েছে বিক্ষোভ। কিন্তু রেলগেট তৈরি হয়নি।” পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক অশোক গঙ্গোপাধ্যায় বলেন, “বিক্ষোভকারীরা রেলের ডিভিশনাল অফিসে তাঁদের দাবি জানাতে পারতেন। তাহলে সমস্যার সুরাহা হতে পারত।”
|
নির্যাতনের নালিশ, গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রতন বর্মণ নামে এক ব্যক্তিকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। বছর আটেক আগে সুপ্রিয়াদেবীর বিয়ে হয় রতন বর্মণের সঙ্গে। তাঁদের একটি ছয় বছরের মেয়ে আছে। সুপ্রিয়াদেবীর অভিযোগ, “বিয়ের পর থেকেই টাকা চেয়ে অত্যাচার করতেন স্বামী, শ্বশুর, শাশুড়ি। আমাকে ও মেয়েকে মেরে ফেলার চেষ্টাও করা হয়।” মঙ্গলবার নবদ্বীপের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে রতন বর্মণকে হাজির করানো হলে বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।
|
ভস্মীভূত ৬টি বাড়ি
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
ভস্মীভূত হয়ে গেল ছ’টি বাড়ি। স্থানীয় বাসিন্দারাই হাত লাগান আগুন নেভানোর কাজে। পরে অবশ্য বহরমপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তার আগেই অবশ্য নিয়ন্ত্রণে আসে আগুন। এ দিনের ঘটনায় জখম হয়েছেন নাসিরুদ্দিন শেখ ও সাইফুল শেখ নামে দুই যুবক। তাঁরা ডোমকল হাসপাতালে ভর্তি। পুলিশের অনুমান, শর্ট সাকিট থেকে ওই আগুন লাগে। ডোমকলের এসডিও বলেন, “আগুনে ৬টি বাড়ি ছাড়া একটি বাইক ও বেশ কিছু পাটও পুড়েছে। ব্লক প্রশাসনকে ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে বলা হয়েছে।”
|
ধর্ষণের নালিশ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বছর সাতেকের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রামপ্রসাদ দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক ধুবুলিয়ার সাধনপাড়ার বাসিন্দা। শনিবার সন্ধ্যায় রামপ্রসাদ ওই শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। মঙ্গলবার সকালে শিশুটির পরিবার থানায় রামপ্রসাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে।
|
দুর্ঘটনায় জখম ২০
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
বাস ও ইটবোঝাই লরির সংঘর্ষে বাসের চালক সহ ২০ জন জখম হয়েছেন। মঙ্গলবার সকালে করিমপুর-কৃষ্ণনগর রাজ্যসড়কের উপর তেহট্ট এলাকায় ওই দুর্ঘটনায় দুই মহিলা সহ ছ’জনকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা তেহট্ট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, এ দিন পাটিকাবাড়িগামী বাসটি তেহট্টের হাউলিয়া পার্ক মোড়ের কাছে কৃষ্ণনগরগামী লরিটিকে ধাক্কা মারতেই এই বিপত্তি।
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
আগ্নেয়াস্ত্র সহ সেন্টু শেখ নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি ডোমকলের পেচেরপাড়া এলাকায়। পুলিশ জানায়, একটি মাসকেট ও চারটি গুলি সহ সোমবার রাতে বাড়ি থেকে ওই যুবককে পাকড়াও করা হয়।
|
শ্লীলতাহানি, ধৃত |
স্কুলে ঢুকে শিক্ষিকার শ্লীলতাহানির ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সুতির ফরিদপুরের ঘটনা। |
|