সংস্কৃতি যেখানে যেমন

কাকলি প্রকাশ
আজিমগঞ্জ থেকে সদ্য প্রকাশিত ‘কাকলি’ পত্রিকার একাদশতম বার্ষিক সংকলন প্রকাশিত হয়েছে। রয়েছে ছড়া, গল্প ও গ্রন্থ-সমালোচনা। সুজিতকুমার পাত্র সম্পাদিত ওই পত্রিকায় রয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজ নিয়ে সৈয়দ সুশোভন রফির স্মৃতিচারণা। ছোটদের বিভাগে রয়েছে ‘তুলিকলমে তুলকালাম’ ও ‘হিংটিংছট’।

ছাপাখানার গলি
গত রবিবার বহরমপুর শহরে অধ্যাপক অভিজিৎ ভট্টের বাড়িতে বসেছিল দেবাশিস সাহা সম্পাদিত ‘ছাপাখানার গলি’ পত্রিকা আয়োজিত মার্চ মাসের পাঠচক্রের আসর। সেখানে কবি বিনয় মজুমদারের প্রবন্ধ সংকলন ‘ধূসর জীবনানন্দ’-এর উপর আলোচনা করেন কবি নিখিল সরকার। হিন্দি ও উর্দু ভাষার অনুবাদক মবিনুল হক আলোচনা করেন উর্দু লেখক সাকিল আফরোজের গল্পগ্রন্থ ‘গরম তিতলি’ সর্ম্পকে। পূরবী রায়ের লেখা ‘নেতাজি সুভাষ বোস ঃ এ নিউ ফাইন্ডিং’ নামের গবেষণামূলক গ্রন্থের উপর আলোচনা করেন ‘না’ পত্রিকার সম্পাদক দেবকুমার সোম।

রাহিলার কথা
রাহিলার জন্মশতবর্ষ স্মরণে গত ২-৩ মার্চ দু’ দিন ধরে সালারে অনুষ্ঠিত হল রাহিলা সংস্কৃতি সংঘের ২৮তম বার্ষিক সাহিত্য-সংস্কৃতি উৎসব। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ এ দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা সাহিত্যক, সংগীত শিল্পী ও নৃত্য শিল্পীরা। দু’ দেশের মোট ২৭ জনকে ওই অনুষ্ঠান মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয়। প্রকাশিত হয় রেজিনা পারভিন সম্পাদিত ‘রাহিলা সংস্কৃতি সংঘ’-র মুখপত্র ‘কথাশিল্প’-এর প্রথম সংখ্যা।

সৌপ্তিক সন্ধ্যা
গত ১১ মার্চ বেথুয়াডহরির ‘সৌপ্তিক’ সাহিত্য পত্রিকার একাদশতম সংখ্যা প্রকাশ উপলক্ষে স্থানীয় দেশবন্ধু স্মৃতি পাঠাগারে বাসন্তিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ছিলেন সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য, কবি ও গীতিকার শুভদাস গুপ্ত এবং সৈকত কুণ্ডু। ছিলেন অন্য শিল্পীরাও। এ বছরের ‘সৌপ্তিক সৃজন সম্মান’ দেওয়া হয় শুভদাস গুপ্তকে। আবৃত্তি পরিবশন করে ‘স্বর সপ্তক’-এর শিশুশিল্পীরা। শ্রীকান্ত আচার্য কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন।

শাহবাগ স্মরণে
বাংলাদেশের শাহবাগের সমর্থনে ধুবুলিয়ার দু’টি পত্রিকা গোষ্ঠী— ‘মিষ্টিমুখ’ ও ‘তিতলি’ এবং দু’টি সাংস্কৃতিক সংস্থা‘কথাশিল্প’ ও ‘ঐকতান’-এর সম্মিলিত আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক সংহতিসভা। গত শুক্রবার বিকালে ধুবুলিয়া রেল স্টেশন লাগোয়া মাঠে ওই অনুষ্ঠান হয়। সেখানে কথায়, গানে, কবিতায় সাহবাগের আন্দলনকে সমর্থন জানানো হয়। ‘মিষ্টিমুখ’ পত্রিকার বিশেষ সংখ্যা ‘ভালো থেকো শাহবাগ’ ওই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকাশিত হয়। ওই সংখ্যায় রয়েছে পবিত্র সরকার, কৃষ্ণা বসু, সুবোধ সরকার, শ্যামলকান্তি দাস ও অপূর্ব দত্ত-সহ অনেকের কবিতা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.