টুকরো খবর |
গাড়ি উল্টে মৃত্যু, জখম ছয়
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
পণ্যবাহী গাড়ি উল্টে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকালে ঘাটালের চাউলি-শিংপুরের কাছে এই দুর্ঘটনায় এক শিশু-সহ ছ’জন জখম হয়েছেন। আহতেরা ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রণজিত্ চাণক (৪৫)। বাড়ি ঘাটাল থানারই দীর্ঘগ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন ভোরে ঘাটাল ব্লকের মনসুকা পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের চাষিরা একটি মিনি ট্রাকে কাঁচালঙ্কা নিয়ে স্থানীয় রাধানগর বাজারে বিক্রি করতে গিয়েছিলেন। ফেরার পথে চাউলির কাছে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ঘটনার পরই চালক পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা আহতদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।
|
মাটি ধসে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • এগরা |
একশো দিনের প্রকল্পে কাজ করার সময় ধসে পড়া মাটি চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভগবানপুর ১ ব্লকের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নুনহণ্ড গ্রামে। মৃতের নাম আরতি দাস (৩৪)। বাড়ি ওই গ্রামেই। এ দিন ওই প্রকল্পে নুনহণ্ড পশ্চিম বুথে ব্যক্তিগত পুকুর কাটার কাজ চলছিল। পুকুর পাড়ে মাটির ঝুড়ি বওয়ার সময় আচমকা ধস নামলে সেই মাটিতেই চাপা পড়ে যান ওই মহিলা। শ্রমিকেরা আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ও পরে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করান। বিকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শ্রমিকেরা।
|
শিক্ষকদের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বামেদের ডাকা গত ২০ ফেব্রুয়ারির শিল্প ধর্মঘটে ১২জন শিক্ষক অনুপস্থিত থাকলেও ২জন শিক্ষককে চিঠি দিয়ে কেন অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হল তার প্রতিবাদে অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) ঝর্না গাঁতাইতের কাছে মঙ্গলবার ডেপুটেশন দিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সমিতির মহকুমা সম্পাদক জয়ন্ত রায়। তাঁর অভিযোগ, কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবনের ওই দুই শিক্ষককে হেনস্থা করা হচ্ছে। ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপিও দেওয়া হয়।
|
অজিত ভুঁইয়া স্মরণে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত ভুঁইয়ার স্মরণসভা হল দাসপুরের নাড়াজোলে তাঁর বাড়ির সামনেই। গত বছর ১৯ মার্চ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে অজিতবাবু মারা গিয়েছিলেন। মঙ্গলবার স্থানীয় মানুষ ও দলের আর্থিক সাহায্যে একটি আবক্ষ মূতি বসে। মূর্তির আবরণ উন্মোচন করেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন মৃত বিধায়কের স্ত্রী মমতা ভুঁইয়া, জেলা তৃণমূল সভাপতি দীনেন রায়, নির্মল ঘোষ, কৌশিক কুলভী, সুনীল ভৌমিক প্রমুখ।
|
দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • এগরা |
স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে এগরা থানা এলাকার দোবাঁধীতে এগরা-কাঁথি সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিবেকানন্দ দাস (১১)। বাড়ি স্থানীয় তেঁতুলিয়াগিরি গ্রামে। বাড়ি ফেরার পথে একটি ট্রাক্টর তাকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এগরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর রাস্তায় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষেরা। চালক পলাতক।
|
অবৈধ নির্মাণ, ধৃত |
সৈকত কেন্দ্র তাজপুরে যে কোনও নির্মাণকাজের উপর সরকারি বিধি-নিষেধ থাকা সত্ত্বেও একশ্রেণির হোটেল-লজ মালিক তা অমান্য করে গোপনে অবৈধ নিমার্ণ চালাচ্ছেন। মঙ্গলবার এই রকম খবর পেয়ে রামনগর থানার ওসি বিশ্বজিৎ হালদার পুলিশবাহিনী নিয়ে তাজপুরে হানা দেন এবং একটি অবৈধ নিমার্ণ-কাজে যুক্ত ৫ জন শ্রমিককে গ্রেফতার করেন। অবৈধ নিমার্ণকারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করাও হয়েছে। |
|