|
|
|
|
পুর-বৈঠকে হাজির সব দল |
নতুন জল প্রকল্পে কমিটি গঠন খড়্গপুরে |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
নতুন জল প্রকল্প নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করার সিদ্ধান্ত হল খড়্গপুর পুরসভার বোর্ড মিটিংয়ে। কী ভাবে কাজ এগোবে, কী কী পদক্ষেপ করলে সুবিধে হবেএই কমিটি সেই সব পরামর্শ দেবে। ৩ সদস্যের এই কমিটিতে থাকবেন খড়্গপুর আইআইটি-র এক জন অবসরপ্রাপ্ত অধ্যাপক, জনস্বাস্থ্য কারিগরি দফতরের এক জন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়র এবং গ্রাউন্ড ওয়াটার বোর্ড বা এমন কোনও সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিক। পুরসভার ভারপ্রাপ্ত পুরপ্রধান তুষার চৌধুরীর বক্তব্য, “প্রকল্পের কাজ ভাল ভাবে এগোতেই কমিটি গঠন করার সিদ্ধান্ত।”
খড়্গপুর শহরে জলের সমস্যা নতুন নয়। গরম পড়লেই রেলশহরে জলকষ্ট দেখা দেয়। ট্যাপকলগুলোর মুখে বাসিন্দাদের দীর্ঘ লাইন পড়ে। রেলশহরের ঝোরিয়াতে বড় জলাধার রয়েছে। কংসাবতী নদী থেকে জল তুলে এই জলাধারে পাঠানো হয়। পরে তা অনান্য জলাধারে পাঠানো হয়। সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে শহরের সর্বত্র জল পৌঁছয়। বড় জলাধারটির জল ধারন ক্ষমতা ৭ মিলিয়ন গ্যালন। কিন্তু তাতে চাহিদা মেটে না। পরিস্থিতি দেখে নতুন জল প্রকল্পের পরিকল্পনা করা হয়। প্রকল্পের জন্য প্রায় ৮৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে বরাদ্দ অর্থে কী ভাবে কাজ এগোচ্ছে, সেই নিয়ে তরজা শুরু হয়েছে কংগ্রেস-তৃণমূলের মধ্যে। ইতিমধ্যে প্রায় ১৪ কোটি টাকার পাইপ কেনা হয়েছে। অন্য্য কাজ সে ভাবে এগোয়নি। পুর-কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, পাইপ কেনার পাশাপাশি তুরিপাড়ায় নতুন জলাধার তৈরির কাজ শুরু হয়েছে। প্রকল্পের কাজ ঠিক ভাবেই এগোচ্ছে।
এ দিনের বোর্ড মিটিংয়ে সব মিলিয়ে ১১টি বিষয় নিয়ে আলোচনা হয়। সব দলের কাউন্সিলারই উপস্থিত ছিলেন। যে ৩ সিপিআই কাউন্সিলরের চিঠি নিয়ে গোলমাল চলছে, ছিলেন তাঁরাও। ছিলেন প্রাক্তন পুরপ্রধান তথা কংগ্রেস কাউন্সিলর রবিশঙ্কর পাণ্ডে, পুরসভার বিরোধী দলনেতা তথা সিপিএম কাউন্সিলর অনিতবরণ মণ্ডল-সহ ২৪ জন কাউন্সিলার। সব দলের কাউন্সিলার মিটিংয়ে যোগ দেওয়ায় খুশি পুর-কর্তৃপক্ষও। তুষারবাবুর কথায়, “মা- মাটি- মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন-যজ্ঞে সকলে সহযোগিতা করছেন। এটাই ভাল লাগছে। সকলকে ধন্যবাদ।” পাশাপাশি তাঁর বক্তব্য, “জল প্রকল্পটি গুরুত্বপূর্ণ। শহরের কয়েকটি এলাকায় জলাধার তৈরি হবে। কংসাবতী থেকে জল তুলে ওই জলাধারে পাঠানো হবে। তারপর শহরে সরবরাহ করা হবে। সময়ের মধ্যে যাতে কাজ শেষ হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। বোর্ড মিটিংয়ে কাউন্সিলারদের কাছ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছি। আমরা সেই সব পরামর্শ গুরুত্ব দিয়েই দেখছি।”
|
|
|
|
|
|