টুকরো খবর |
সরকারি জমি দখল, নালিশ জেল সুপারের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এআইজি’র (কারা) দফতরের আশপাশে যে সরকারি জায়গা রয়েছে, তা দখল হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ জানালেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার খগেন্দ্রনাথ বীর। অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে পুলিশ। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের আশপাশে জায়গা দখলের অভিযোগ নতুন নয়। তবে এ বার খোদ এআইজি’র (কারা) দফতরের জায়গা দখলের অভিযোগ উঠল। মেদিনীপুর শহরের অশোকনগর এলাকায় অফিস এবং আবাসন রয়েছে এআইজি (কারা) কল্যাণ প্রামাণিকের। অফিসের অদূরে কিছু দোকান রয়েছে। |
|
খাস জমি দখল করে শহরের নিবেদিতা পল্লিতে বসত। —নিজস্ব চিত্র |
অভিযোগ, সরকারি জায়গার উপরই অবৈধ দোকান গড়ে উঠেছে। সব জেনেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। সংশোধনাগার সূত্রে খবর, দিন-দিন বেদখল করা জায়গা আয়তনে বাড়ছে দেখেই এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত হয়। এআইজি (কারা) প্রয়োজনীয় নির্দেশ দেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারকে। ১৬ ফেব্রুয়ারি মেদিনীপুর কোতয়ালি থানায় অভিযোগ জানান তিনি। তাঁর কথায়, “সরকারি জায়গা বেদখল হওয়ায় জানিয়েছি।” এআইজি (কারা) অবশ্য বলেন, “আগেও অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। |
চেক বাউন্সের অভিযোগ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক বেসরকারী সংস্থার ডিরেক্টরের বিরুদ্ধে ৮৬ লক্ষ টাকার চেক বাউন্সের অভিযোগ করলেন ওই সংস্থারই প্রাক্তন কর্মী দেবব্রত ঘোষ। তাঁর অভিযোগের ভিত্তিতে বিনার মির্জা নামে মেদিনীপুর শহরের পাঠান মহল্লার বাসিন্দা ওই ডিরেক্টরকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে মঙ্গলবার সিজিএম আদালতে হাজির করানো হলে ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সংস্থার তরফে অবশ্য দেবব্রতবাবুকে কোনও চেক দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
|
বিদ্যাসাগরে আলোচনা সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর ইউনিভার্সিটি রিসার্চ স্কলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি আলোচনা সভা হল মঙ্গলবার। বিষয় ছিল ‘উচ্চশিক্ষায় গবেষণা পদ্ধতি’। বক্তব্য রাখেন ওড়িশার ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কুমার বি দাস, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক শ্যামল চক্রবর্তী-সহ একাধিক বক্তা। সাড়ে ৩০০ জন ছাত্র-গবেষক, শিক্ষক -শিক্ষিকারা যোগ দেন। এ দিন ৩৫ গবেষণাপত্রের সংক্ষিপ্তসার প্রদর্শন হয়। সংগঠনের সম্পাদক তুষারকান্তি বেরা জানান, “এমন ধরনের আলোচনা গবেষণায় আকর্ষণ বাড়াতে সাহায্য করে।” |
|