গত মরসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা জিততে সাহায্য করার পরে ব্যালন ডি’অর না পেলেও ২০১৩ সালের ‘অ্যালফ্রেড ডি স্টেফানো’ ট্রফি পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০০৭ থেকে এক স্প্যানিশ পত্রিকা রিয়াল মাদ্রিদ ও আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার অ্যালফ্রেড ডি স্টেফানোর নামে এই পুরস্কারটি দেওয়া শুরু করে। প্রতি বছর লা লিগার সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের এই ট্রফি দেওয়া হয়। গত বছরে গার্ড মুলারের এক বছরে ৮৫ গোলের রেকর্ড ভাঙ্গার জন্য ফিফার বর্ষসেরা হয়েছিলেন মেসি। কিন্তু লা লিগার সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হওয়ার দৌড়ে মেসিকে টেক্কা দিলেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডো। |
|
অ্যালফ্রেড ডি স্টেফানো ট্রফি হাতে মাদ্রিদে রোনাল্ডো। ছবি টুইটারের সৌজন্যে।
|
পরিসংখ্যানে পিছিয়েও ট্রফি |
গোল |
মেসি — ৫০ |
রোনাল্ডো — ৪৬ |
গোল করতে সাহায্য |
মেসি — ১৪ |
রোনাল্ডো — ১২ |
রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করার জন্যই ট্রফি জেতেন সিআরসেভেন
(পরিসংখ্যান ২০১১-’১২ লা লিগা) |
|
গত মরসুমে নিজেদের ৩২তম লা লিগা খেতাব পাওয়ার পিছনে রিয়াল মাদ্রিদের প্রধান অস্ত্র ছিল রোনাল্ডো। ৪৬টি লিগ গোল করে পর্তুগিজ মহাতারকা আবার প্রমাণ করেন যে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে তিনিও এক জন। স্বয়ং ডি স্টেফানোর হাত থেকে ট্রফি পেয়ে উচ্ছ্বসিত রোনাল্ডো এ দিন বলেছেন, “ডি স্টেফানোর হাত থেকে পুরস্কার পেয়ে আমি খুব গর্বিত। আমাকে পুরস্কারটি দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।”
রোনাল্ডোকে পুরস্কার দিয়ে ডি স্টেফানো বলছেন, “আমি খুশি যে রোনাল্ডোর মতন এক জন বড় মাপের ফুটবলার বিয়াল মাদ্রিদের হয়ে খেলে।” পরের মরসুমে তাঁকে রিয়াল মাদ্রিদের জার্সিতেই দেখা যাবে কি না সে ব্যাপারে মুখ না খুললেও, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে চ্যাম্পিয়ন করতে সর্বশক্তি লাগিয়ে দেবেন বলে জানাচ্ছেন রোনাল্ডো। |