মেসিকে পিছনে ফেললেন বোকহ্যাম
নিজস্ব প্রতিবেদন |
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে ফুটবলবিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড এখনও ডেভিড বেকহ্যাম। ফ্রান্সের এক ফুটবল ম্যাগাজিন অনুযায়ী, প্যারিস সাঁ জাঁ-তে বেকহ্যামের বার্ষিক বেতন ৩৬ মিলিয়ন ইউরো। এ ছাড়াও বিজ্ঞাপন থেকে বেকহ্যামের গড় আয় ৩৬ মিলিয়ন ইউরো। সেই তুলনায় মেসির বার্ষিক বেতন ৩৩ মিলিয়ন ইউরো। এই তালিকার তিন নম্বরে রয়েছেন রোনাল্ডো। যাঁর বার্ষিক বেতন ৩০ মিলিয়ন ইউরো। অন্য দিকে, বিশ্বের সবথেকে বেশি টাকা উপার্জন করা কোচ হচ্ছেন রিয়াল মাদ্রিদের হোসে মোরিনহো। যাঁর বার্ষিক আয় ১৪ মিলিয়ন ইউরো।
|
ওডাফা নার্সিংহোমে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি ওকোলি ওডাফা। প্রচণ্ড জ্বরের সঙ্গে মাথায় খুব যন্ত্রণা হওয়ায় মঙ্গলবার সকালে মোহনবাগান কর্তাদের খবর পাঠান ওডাফা। তার পরই তাঁকে বাইপাসের ধারে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ২৪ মার্চ পৈলানের বিরুদ্ধে আই লিগের ম্যাচ রয়েছে। অধিনায়ক অসুস্থ হয়ে পড়ায় চিন্তায় কোচ করিম বেঞ্চারিফা।
|
অ্যালফ্রেডের একমাত্র গোলে গ্রিন ভ্যালির বিরুদ্ধে জয় পেল মহমেডান। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আই লিগের দ্বিতীয় ডিভিশনের গ্রুপ লিগে ভাল জায়গায় রয়েছেন সঞ্জয় সেনের ছেলেরা।
|
উত্তরপাড়া তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল উত্তরপাড়া ফুটবল কোচিং সেন্টার। তারা টসে হারায় বরানগর ইউথকে। পুরস্কার দেন তুলসীদাস বলরাম। |