আইপিএলের ঢাকে কাঠি পড়তে আর দিন পনেরো। কিন্তু প্রথম ম্যাচেই হয়তো অধিনায়ক ছাড়া নামতে হচ্ছে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে!
জন্ডিস ধরা পড়ল গৌতম গম্ভীরের। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্টের দল নির্বাচনের পর পরই জানা যায়, রক্ত পরীক্ষায় গম্ভীরের জন্ডিস ধরা পড়েছে। যা অবস্থা, আইপিএল সিক্সের শুরুর দিকে কয়েকটা ম্যাচে গম্ভীরের নামা অনিশ্চিত। প্রশ্ন একটাই ক’টা ম্যাচ?
নাইট অধিনায়কের জন্ডিসের ধরণ কী, এখনও জানা যাচ্ছে না। কিন্তু ডাক্তারি মহলের মত, বিলিরুবিনের মাত্রা যদি খুব অল্পও বেড়ে গিয়ে থাকে, তা হলেও একমাস অন্তত বিশ্রাম না নিয়ে গম্ভীরের পক্ষে মাঠে ফেরা খুবই কঠিন। আর যদি বিলিরুবিনের মাত্রা বেশ খানিকটা বেড়ে যায়, অর্থাৎ দেখা যায় জন্ডিস বেশ গুরুতর, তা হলে দু’ থেকে তিন মাস পর্যন্ত বিশ্রামে থাকতে হতে পারে গম্ভীরকে।
যার মানে, আগামী ৩ এপ্রিল ইডেনে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচে বীরু বনাম গোতি ভাল রকম অনিশ্চিত। তার পর জল কোথায় গড়ায়, সেটাই দেখার।
মঙ্গলবার গম্ভীরকে ঘিরে একপ্রস্থ নাটকও হয়ে যায়। টেস্ট টিম থেকে বাদ পড়ার পর তিনি দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছিলেন। সোমবারও চলতি সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে নেমেছেন দিল্লির হয়ে। জানা গেল, তার পর পরই হালকা জ্বর আসে গম্ভীরের। এ দিন দিল্লির পরবর্তী ম্যাচ থেকে তাই নিজেকে সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোটগ্রস্ত শিখর ধবনের বদলে তাঁকে প্রাথমিক ভাবে দিল্লি টেস্টের জন্য নিয়ে ফেলেছেন নির্বাচকরা। তাঁদেরও জানা ছিল না গম্ভীরের অসুস্থতার কথা। পরে ডাক্তারি পরীক্ষায় জানার পর গম্ভীরের বদলে টিমে নেওয়া হয় সুরেশ রায়নাকে।
আসন্ন আইপিএলে শুরুর দিকে গম্ভীর যেমন রাতারাতি অনিশ্চিত হয়ে পড়লেন, তেমনই সান রাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম কয়েকটা ম্যাচে নামতে পারবেন না শিখর ধবনও। বাঁ হাত ভেঙে যাওয়ায় টেস্টে স্বপ্নের অভিষেক ঘটানো ধবন ছ’সপ্তাহ ক্রিকেটের বাইরে চলে গেলেন।
মোহালিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস চলার সময় ফিল হিউজের স্কোয়ার ড্রাইভ আটকানোর সময় হাতে চোট পান ধবন। পরে ফিল্ডিং করেননি। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে আর ওপেনও করেননি। শোনা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট কী চায় তার উপর নির্ভর করেই দিল্লি টেস্টে ধবনকে নিয়ে সিদ্ধান্তে আসতে চেয়েছিলেন নির্বাচকরা। পরে দেখা যায় চোট বেশ গুরুতর।
ধবন নেই। গম্ভীর অসুস্থ। বীরেন্দ্র সহবাগকে ফেরানো হল না। সব মিলিয়ে দিল্লি টেস্টের আগে অদ্ভুত এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট। টিমের স্বীকৃত ওপেনার হিসেবে আছেন শুধু মুরলী বিজয়। শেষ পর্যন্ত অজিঙ্ক রাহানে না চেতেশ্বর পূজারা‘ব্রাউনওয়াশ’-এর টেস্টে ভারতীয় ইনিংসের সূচনাতে কে যাবেন, সেটাই শুধু দেখার। |