নিজেদের রাইফেলের গুলিতেই জখম হয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দুই বনকর্মী। তদন্তে নেমে এই তথ্যই জানাল বন দফতরের আধিকারিকেরা।
সোমবার কাটুয়াঝুড়ি জঙ্গলের কাছে কাটুয়াঝুড়ি নদীতে বনকর্মীরা যখন একটি ভুটভুটিতে করে পাহারা দিচ্ছিলেন তখন রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন সঞ্জয় শীল ও গোপীনাথ রায় নামে দুই বনকর্মী। এই ঘটনার পর ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকেরা প্রাথমিকভাবে জানিয়েছিল বাংলাদেশি জলদস্যুদের আক্রমণেই জখম হয়েছিলেন ওই দুই কর্মী। এরপর ঘটনার তদন্তে নামে বন দফতরের সংশ্লিষ্ট আধিকারিকেরা। মঙ্গলবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর সৌমিত্র দাশগুপ্ত বলেন, “ঘটনার তদন্ত করতে গিয়ে আমরা জানতে পেরেছি সোমবার আমাদের কর্মীরা যখন কাটুয়াঝুড়ি নদীতে ভুটভুটিতে করে অবস্থান করছিলেন তখন নিজেদের রাইফেলের গুলিই ওই কর্মীদের গায়ে লাগে।” ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, ওই নদী বাংলাদেশের সীমান্তের কাছাকাছি হওয়ায় প্রাথমিকভাবে তাঁদের সন্দেহ হয়েছিল যে এটি বাংলাদেশি দুষ্কৃতীদের কাজ।
এই ঘটনার পর আহত দুই কর্মীকে ছোটমোল্লাখালি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাদের কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বাড়ুই বলেন, “ব্যাঘ্র প্রকল্পের কর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, নিজেদের রাইফেলের গুলিতেই আহত হয়েছেন ওই বনকর্মীরা।” কী কারণে নিজেদের রাইফেল থেকে গুলি চালালো ওই বনকর্মীরা তা খতিয়ে দেখছে পুলিশ। |