তিরে জখম সম্বর
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
মঙ্গলবার তিরের ঘায়ে জখম একটি সম্বরের দেখা মিলল রাজাভাতখাওয়ার জঙ্গলে। জন্তুটির শরীর থেকে রক্ত ঝরতে দেখেন বনকর্মীরা। বনকর্মীদের অনুমান, দোলযাত্রা উপলক্ষে জঙ্গলে ঢোকা আদিবাসী শিকারীদের তীরের আঘাতে সম্বরটি জখম হয়। এইভাবে দোলযাত্রার আগে জঙ্গলে আদিবাসী শিকারিদের আনাগোনা বাড়ায় উদ্বিগ্ন বন কর্তারা। বন বস্তিবাসীদের নিয়ে চোরা শিকারিদের রুখতে আজ, বুধবার থেকে শনিবার পর্যন্ত বক্সার জঙ্গলে বিশেষ নজরদারি চালাবেন বনকর্মীরা। বক্সাব্যাঘ্র প্রকল্পে উপক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) বিজয় সালিমাথ জানান, দোলে আদিবাসীরা রীতি অনুসারে জঙ্গলে শিকার করতে যান। তাই নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।
|
কাটা গাছ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
পাচারের উদ্দেশ্যে রাস্তার পাশে ফেলে রাখা একটি গাছের ৩০টি কাটা টুকরো উদ্ধার করল বনদফতর। ডিএফও (বিষ্ণুপুর) কুমার বিমল বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে কাটা গাছগুলি আমরা বাঁকুড়ার জয়পুর থানার সলদা গ্রামের কাছে রাস্তার পাশ থেকে মঙ্গলবার উদ্ধার করেছি। কে বা কারা এই গাছ পাচার চক্রের সঙ্গে জড়িত, তদন্ত করে দেখা হচ্ছে। |