ইতালি বিশ্বাসঘাতকতা করেছে: সনিয়া
তালীয় মেরিনদের হাতে ভারতীয় মৎস্যজীবী খুনের ঘটনায় তৈরি হওয়া বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী। ইতালিকে সরাসরি ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করলেন তিনি।
কংগ্রেসের সংসদীয় বৈঠকে তিনি বলেন, “দুই মেরিনকে ভারতে ফেরানো নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে ইতালি। সুপ্রিম কোর্টের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করার বিষয়টি কিছুতেই মেনে নেওয়া যায় না।”
মৎস্যজীবী খুনে অভিযুক্ত মেরিনদের ভোট দিতে ইতালি যেতে অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত। তাঁরা ভারতে ফিরে আসবেন বলে কোর্টে মুচলেকা দেন ইতালীয় রাষ্ট্রদূত ড্যানিয়েল মানচিনি। কিন্তু, পরে ইতালি জানায় মেরিনরা ভারতে ফিরবেন না। কারণ বিষয়টি বিচার করার এক্তিয়ার ভারতের নেই।
কয়েক দিন ধরেই বিরোধী দলের আক্রমণের মুখে পড়ছে কংগ্রেস। গাঁধী পরিবারের সঙ্গে ইতালির যোগসূত্রের প্রসঙ্গে বার বারই প্রশ্নের সম্মুখীন হয়েছে কংগ্রেস। এর শুরু সেই বফর্স কেলেঙ্কারির সময় থেকেই। সম্প্রতি কপ্টার কেলেঙ্কারিতেও ইতালীয় সংস্থা ‘ফিনোমেকানিকা’র নাম জড়িয়েছিল। অভিযোগ ছিল, তাদের সংস্থা থেকে কপ্টার কেনার জন্য ভারতকে ৩৬২ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ইতালীয় যোগসূত্র নিয়ে সরব হয় বিজেপি। বর্তমানে মেরিনদের সমস্যা নিয়েও ইতালীয় বংশোদ্ভূত সনিয়াকে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। তাই চাপের মুখে সনিয়া বিষয়টি নিয়ে কৌশলগত অবস্থান রক্ষা করছেন বলে মত অনেকের।
প্রধান বিরোধী দল বিজেপির বিরোধিতার মুখে প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, “সুপ্রিম কোর্টকে ইতালি যে কথা দিয়েছে তা যদি তারা না রাখে তা হলে ফল ভুগতে হবে।” যদিও কংগ্রেস সূত্রে খবর, মেরিনদের বিষয়টি নিয়ে মোটেও পক্ষপাতিত্ব করছে না কংগ্রেস। এর প্রমাণ ইতালিতে ভারতীয় রাষ্ট্রদূতের পদে বসন্তকুমার গুপ্তকে যোগ না দিতে দেওয়া।
দুই মেরিনকে ফেরাতে ভারত যত দূর যেতে হয় যাবে বলে কাল কেরল বিধানসভায় প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী উমেন চান্ডি। এই বিষয়ে একটি মুলতুবি প্রস্তাব আনেন বিরোধী বামেরা। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য ও কেন্দ্র আদালতে এই বিষয়ে যে কড়া অবস্থান নিয়েছে তা আপনাদের মনে রাখা উচিত।” সিপিএম নেতা ভি এস অচ্যুতানন্দন বলেন, “রাজীব গাঁধীর আমল থেকে ইতালি বার বার ভারতের সঙ্গে প্রতারণা করেছে।” রাজীবের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানাতে শুরু করেন কংগ্রেস বিধায়করা। স্পিকারও বামেদের জানিয়ে দেন, রাজীবের সঙ্গে চলতি বিষয়ের কোনও যোগ নেই।
এ সব কিছুর পরিপ্রেক্ষিতে সনিয়ার এই মন্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.