|
|
|
|
হোটেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা |
শ্লীলতাহানি ঠেকাতে ঝাঁপ ব্রিটিশ মহিলার |
সংবাদসংস্থা • আগরা |
এখনও এক সপ্তাহ কাটেনি মধ্যপ্রদেশে সুইস মহিলার গণধর্ষণ কাণ্ডের। এর জেরে সোমবার ভারত সফররত ব্রিটিশ পর্যটকদের সতর্ক থাকার অনুরোধ করেছিল ব্রিটেনের বিদেশ মন্ত্রক। তার চব্বিশ ঘণ্টার মধ্যে শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে হোটেলের ঘর থেকে ঝাঁপ দিলেন এক ব্রিটিশ মহিলা।
বারবার এই ধরনের ঘটনা ঘটায় অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। আটক করা হয়েছে হোটেল মালিক সচিন চৌহানকে। পাশাপাশি, বিদেশি পর্যটকের শ্লীলতাহানির চেষ্টার খবর পেয়েই আজ স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দের সঙ্গে কথা বলেন পর্যটনমন্ত্রী কে চিরঞ্জীবী। পরে চিরঞ্জীবী জানান, হোটেলটির তিন-তারা রেটিং আপাতত সাসপেন্ড করা হয়েছে। তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার কারণ জানতে চেয়ে কর্তৃপক্ষের কাছে শো-কজ নোটিসও পাঠানো হয়েছে।
বছর পঁচিশের ওই ব্রিটিশ পর্যটক দু’দিন আগেই এসে ওঠেন আগরার এই হোটেলটিতে। মঙ্গলবার ভোর চারটের সময় তাঁকে ডেকে দেওয়ার কথা ছিল হোটেলের কর্মীদের। মহিলার অভিযোগ, এ দিন ভোরে দরজায় ধাক্কা দেন হোটেলের মালিক। ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও শ্লীলতাহানির চেষ্টা করলে পথ খুঁজে না পেয়ে, দোতলায় ঘরের বারান্দা থেকে নীচে ঝাঁপ দেন তিনি। |
|
এই হোটেলের দোতলা থেকে ঝাঁপ দেন বিদেশিনি। ছবি: এ পি। |
আগরার এসপি সুবহচন্দ্র দুবে জানিয়েছেন, জেরায় হোটেল মালিক দাবি করেছেন, ভোরবেলা ইন্টারকমে অনেক বার ওই মহিলাকে ডেকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সাড়া না পেয়েই তিনি ঘরে গিয়েছিলেন। বিদেশিনির নিরাপত্তা নিশ্চিত দুই মহিলা কনস্টেবলের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান এসপি।
আজ সকালে বারান্দা থেকে মহিলাকে ঝাঁপ দিতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই হাসপাতালে নিয়ে যান তাঁকে। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন ওই বিদেশিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে।
গত ১৬ মার্চ আগরা যাওয়ার পথেই দাতিয়ার জঙ্গলে ছ’জন মিলে ধর্ষণ করে এক সুইস মহিলাকে। এই ঘটনায় অভিযুক্তদের সকলকেই গ্রেফতার করেছে পুলিশ। এই কাণ্ডের পর কালই ব্রিটিশ বিদেশ মন্ত্রক ভারতে তাঁদের নাগরিকদের সতর্ক করে দেয়। যদি কোনও ব্রিটিশ মহিলা একা ভারত সফরে আসেন, বাস-ট্যাক্সি বা অটোর মতো যানবাহন তাঁদের এড়িয়ে চলতেও অনুরোধ করা হয়েছে। এই সতর্কবার্তার পরেই আজকের ঘটনায় উদ্বিগ্ন ভারতে ব্রিটিশ দূতাবাস। এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টির উপর নজর রাখছেন তাঁরা। এ দিন ঠিক কী হয়েছিল, তার বিস্তারিত রিপোর্টও চেয়েছেন তাঁরা।
আজকের পর আরও বেশি করে নিজেদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করা হয়েছে ব্রিটিশ পর্যটকদের। গোয়া, দিল্লি, বেঙ্গালুরু, রাজস্থানে কী ভাবে ব্রিটিশ মহিলা পর্যটকেরা যৌন নির্যাতনের শিকার হয়েছেন, উল্লেখ করা হয়েছে তা-ও।
এ দিকে গত কাল রাতে অন্ধ্রপ্রদেশের নিজামাবাদে বাসের মধ্যে নরওয়ের এক মহিলা পর্যটককে উত্যক্ত করায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর ধর্ষণে কড়া শাস্তি চেয়ে সরব হন দেশবাসী। ভোটের আগে যৌন নির্যাতন প্রতিরোধ বিল তাড়াতাড়ি পাশ করাতে সচেষ্ট কেন্দ্রও।
সমাপতন বোধ হয় একেই বলে। আজই যৌন নির্যাতন প্রতিরোধ বিল পাশ হল লোকসভায়। আর সে দিনই নিজেকে বাঁচাতে ঝাঁপ দিতে হল এক বিদেশিনিকে। |
|
|
|
|
|