টুকরো খবর
চোলাই উদ্ধার, গ্রেফতার ৩
চোলাই মদ তৈরির অভিযোগে তিন জনকে গ্রেফতার করল আবগারি দফতর। মঙ্গলবার সকালে দুবরাজপুর থানা এলাকার যশপুর পঞ্চায়েতের লোহাগ্রাম থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট দফতর সূত্রে খবর, ধৃতেরা হল কিশোর দাস এবং প্রকাশ সৌ। তাদের বাড়ি ওই গ্রামেই। ধৃতদের কাছ থেকে বেশ কয়েক লিটার বেআইনি মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তবে এ দিন শুধু ওই গ্রামেই নয়, দুবরাজপুরের কেন্দুলা, পণ্ডিতপুর, মাজুরিয়া-সহ আরও বেশ কয়েকটি গ্রামেও তল্লাশি চালিয়ে মোট ৬০ লিটার বেআইনি মদ উদ্ধার করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে ভাটিগুলিকেও। দফতরের আবগারি সুপার অসীমকুমার রায় বলেন, “অভিযান চালিয়ে দুবরাজপুর থেকে ওই দু’জনকে হাতেনাতে ধরা হয়েছে। এ দনই দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিন জেলহাজতের নির্দেশ দিয়েছেন। আবগারি সুপার আরও জানিয়েছেন, একই অভিযোগে রামপুরহাট থেকেও এক জনকে গ্রেফতার করা হয়েছে।

জাল নোট-সহ ধৃত দুই
জাল নোট-সহ দুই যুবককে গ্রেফতার করল সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে মাড়গ্রাম থানার বেসিক মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০০টি এক হাজার টাকার নোট ও ৮০টি পাঁচশো টাকার নোট রয়েছে। ধৃতদের নাম ইদ্রিশ শেখ ও শামিম শেখ। ইদ্রিশের বাড়ি ময়ূরেশ্বর থানার বিশিয়া গ্রামে ও শামিমের বাড়ি মারগ্রাম থানার ইশিরা গ্রামে।
নকল, বোঝার সাধ্য নেই। —নিজস্ব চিত্র।
ভবানী ভবন থেকে সিআইডির স্পেশ্যাল অপারেশন গ্রুপ ওই দুই মোটর সাইকেল আরোহীকে ধাওয়া করে গ্রেফতার করে। ২০১২ সালে এই ইদ্রিশ ধরা পড়েছিল জাল নোটের কারবারী হিসেবে। পুলিশ সূত্রে জানা যায়, ইদ্রিশ বাংলাদেশ থেকে জাল নোট আনত এবং শামিমের মাধ্যমে সেগুলি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিত। ইদ্রিশ ও শামিম দু’জনেই এখন তারাপীঠ পুলিশ ফাঁড়িতে বন্দি। আজ বুধবার তাদের রামপুরহাট আদালতে তোলা হবে।

বাধায় বন্ধ রাস্তার কাজ
জবরদখলকারীদের বিরুদ্ধে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। এর প্রতিবাদে নলহাটি থানার তেজহাটি ও কুরুমগ্রামের বাসিন্দাদের একাংশ রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিলেন। অভিযোগ, যে পদ্ধতিতে রাস্তা সংস্কার করা হচ্ছে, তাও সব জায়গায় মানা হচ্ছে না। ফলে কোনও কোনও জায়গায় রাস্তা ছোট থেকে যাচ্ছে। এ ব্যাপারে সম্প্রতি পূর্ত দফতরের বিরুদ্ধে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন বাসিন্দারা। তেজহাটি থেকে সরধা পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চলছে। পূর্ত দফতরের রামপুরহাট মহকুমা বিভাগীয় সহকারী বাস্তুকার প্রিয়ঙ্কর মাঝি বলেন, “বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।”

ইসলামপুরে মেলা
প্রতি বছরের মতো এ বারও চৈত্র মাসের ২ তারিখ স্থানীয় ফকির বাবার মাজার ঘিরে মেলা বসেছে দুবরাজপুর পুর এলাকার ইসলামপুরে। মেলা উপলক্ষে মাজার সেজেছে সুদৃশ্য আলোয়। দোকানে কেনাকাটির ভিড় কিংবা নাগরদোলায় চড়ার লাইনের সঙ্গে সঙ্গেই ছিল কবিগান ও কাওয়ালির মতো অনুষ্ঠানও। মঙ্গলবারই শেষ হল মেলা।

জাল নোট-সহ গ্রেফতার দুই
জাল নোট-সহ দুই যুবককে গ্রেফতার করল সিআইডি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে মাড়গ্রাম থানার বেসিক মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০০টি এক হাজার টাকার নোট ও ৮০টি পাঁচশো টাকার নোট রয়েছে। ধৃতদের নাম ইদ্রিশ শেখ ও শামিম শেখ। ইদ্রিশের বাড়ি ময়ূরেশ্বর থানার বিশিয়া গ্রামে ও শামিমের বাড়ি মারগ্রাম থানার ইশিরা গ্রামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.