খেলার টুকরো খবর

বোলপুর সাইয়ে এ বার টেবল টেনিসও
এ বার টেবল টেনিসের জন্যও দীর্ঘকালীন প্রশিক্ষণ কেন্দ্র চালু হল বোলপুরের সাই (স্পোর্টস্ অথোরিটি অফ ইন্ডিয়া) কেন্দ্রে। এত দিন সেখানে অ্যাথলেটিক্স, বাস্কেটবল, তিরন্দাজির দীর্ঘকালীন প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও, টেবল টেনিসের জন্য এমন সুযোগ ছিল না। ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্তা নিমাই বসু বলেন, “১২-১৮ বছর পর্যন্ত আপাতত ৫০ জন বালক ও ৫০ জন বালিকাকে আবাসিক হিসাবে দীর্ঘকালীন প্রশিক্ষণ দেবে সাই কর্তৃপক্ষ। অনাবাসিকদের ভর্তির প্রশিক্ষণ ক্ষেত্রে আসন সংখ্যা নির্ধারিত নয়। তবে বয়স সীমা একই থাকছে।” মঙ্গলবার থেকেই আবাসিকদের জন্য চয়ন পদ্ধতি শুরু হয়েছে। সাই সূত্রের খবর, এর আগে বহুবার বীরভূম জেলা টেবল টেনিস অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানিয়েছিল। এমনকী লোকসভার প্রাক্তন অধ্যক্ষ তথা ওয়েস্ট বেঙ্গল টেবল টেনিস সংস্থার সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায় ক্রীড়া মন্ত্রকের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন বোলপুরের সাই কেন্দ্রে যাতে টেবল টেনিসের দীর্ঘকালীন প্রশিক্ষণ চালু হয়। প্রত্যেক আবাসিকদের প্রশিক্ষণে বার্ষিক দেড় লক্ষ টাকা খরচ করবে সংশ্লিষ্ট সংস্থা।

বোলপুরে ক্রিকেট

আদ্যাশক্তি সঙ্ঘের ক্রিকেট। —নিজস্ব চিত্র।
বোলপুর আদ্যাশক্তি সঙ্ঘ পরিচালিত ১৬ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দুর্গাপুর ইয়ং বেঙ্গল। ১৭ মার্চ ক্লাবের মাঠে ওই খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে বোলপুর চ্যালেঞ্জার ১২ ওভারের খেলায় ৬৯ রান করে অল আউট হয়ে যায়। জবাবে দুর্গাপুর ইয়ং বেঙ্গল ৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দুর্গাপুরের কামরুল আলি ম্যান অব দ্য ম্যাচ এবং বোলপুরের মহম্মদ ইমতিয়াজ ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। হাজির ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, পুরপ্রধান সুশান্ত ভকত প্রমুখ। আয়োজক সংস্থার ক্রীড়া সম্পাদক অমরনাথ রায় জানান, উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ ৩০,০০০ ও ২০,০০০ টাকার পুরস্কার দেওয়া হয়েছে।

তিরন্দাজিতে সাফল্য
রাজ্য যুবকল্যাণ দফতর আয়োজিত তিরন্দাজি প্রতিযোগিতায় সাফল্য পেল বীরভূমের লাভপুরের কুরুম্বা মুকুন্দলাল হাইস্কুলের দুই ছাত্রছাত্রী। ১৪ মার্চ থেকে তিন দিন ব্যাপী সল্টলেক সাই সেন্টারে ওই প্রতিযোগিতা হয়। বীরভূমের ৭ জন ছাত্রী ও ৬ জন ছাত্র প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। তাদের মধ্যে কুরুম্বা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী মনীষা মেটে দ্বিতীয়, এবং নবম শ্রেণির ছাত্র তন্ময় দাস তৃতীয় স্থান অধিকার করে। মনীষার বাড়ি বোলপুরের বেরু গ্রামে। বোলপুরের কুচঁলি গ্রামে বাড়ি তন্ময়ের। স্কুলের ক্রীড়া শিক্ষক তাপস হাজরা বলেন, “দু’জনের পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। সুযোগ পেলে ওরা আরও সাফল্য পেতে পারে।”

স্মৃতি ক্রিকেট
বোলপুরে ইয়ং টাউন ক্লাব পরিচালিত ৮ দলীয় মনা সেন স্মৃতি নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কলকাতার মন্থন ক্রিকেট ক্লাব। ১৭ মার্চ স্থানীয় স্টেডিয়াম মাঠে ওই খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে রামপুরহাট এ টু জেড ৩৫ ওভারে ১২৩ রান করে। জবাবে মন্থন ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। মন্থনের দেবাশিস কর্মকার ম্যান অব দ্য ম্যাচ এবং অভিজিৎ চট্টোপাধ্যায় ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। ক্রীড়া কমিটির সম্পাদক অতনু ঘোষ জানান, প্রতিযোগিতার উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ৭০০০ ও ৫০০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

জিতল দাঁড়কা
ময়ূরেশ্বরের লোকপাড়া ক্রিকেট ক্লাব আয়োজিত ১৮ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী হল লাভপুরের দাঁড়কা ক্রিকেট ক্লাব। ১৮ মার্চ স্থানীয় কলেজ মাঠে ওই খেলা হয়। লাভপুরের পাঁচপাড়া ক্রিকেট বাহিনী প্রথমে বা্যট করে ১১.২ ওভারে ৬৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে দাঁড়কা ৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। দাঁড়কার বাবন বিত্তার ম্যান অব দ্য ম্যাচ এবং পাঁচপাড়ার ইমরান শেখ ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।

সংক্ষেপে
ময়ূরেশ্বরের লোকপাড়া ধর্মরাজ সঙ্ঘের পরিচালনায় আগামী ২৬ মার্চ স্থানীয় হাটতলা মাঠে হবে এক রাতের ক্রিকেট প্রতিযোগিতা। উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ ১৫০১ ও ১০০১ টাকার পুরস্কার দেওয়া হবে হলে উদ্যোক্তারা জানিয়েছেন।

বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশনের খেলায়
মঙ্গলবার হাজরা পাড়া তরুণ সঙ্ঘকে ২০ রানে হারাল কলেজ রোড নিউ জেনারেশন।
আয়োজক সংস্থার সম্পাদক বরুণ দে জানান, বিষ্ণুপুর স্টেডিয়ামে শুরু হওয়া প্রথম
ডিভিশনের এই খেলায় এ বার মোট ৮টি দল যোগ দিয়েছে। ছবি: শুভ্র মিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.