কর্মক্ষেত্রে আপনি আদৌ কতটা মনোযোগী এ বার তারই খুঁটিনাটি বিবরণ বসের কাছে পৌঁছে দেবে আপনারই সর্ব ক্ষণের সঙ্গীটি। কিন্তু চূড়ান্ত এই বিশ্বাসঘাতক আপনার কোনও সহকর্মী নয়। এই বিশ্বাসঘাতকটি স্বয়ং আপনার কাজের যন্ত্র, কম্পিউটার। সেই বসকে জানিয়ে দেবে কাজের সময় আপনি ফাঁকি দিচ্ছেন কি না। ঠিক কতটা সময় কাজ করছেন, আর কতটা সময় ব্যয় করছেন গেম খেলে বা ইন্টারনেটে চ্যাট করে, দিনের শেষে বস পাবেন এ সব কিছুরই বিস্তারিত বিবরণ।
অবাক হবেন না। এমনই এক নতুন প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছেন আমেরিকার সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কম্পিউটার সহায়ক ওই প্রযুক্তিটির নাম রেখেছেন ‘ডিফ ডিসপ্লেজ’। তাঁদের দাবি, অভিনব এই প্রযুক্তি কর্মক্ষেত্রে উৎপাদন ক্ষমতা বাড়াবে, ভয় দেখিয়ে হলেও বাড়াবে কাজের প্রতি নিষ্ঠা।
বিশেষত যে সমস্ত কাজের ক্ষেত্রে দরকার হয় অতিরিক্ত মনঃসংযোগ সে সমস্ত ক্ষেত্রে ‘ডিফ ডিসপ্লেজ’-এর জুড়ি মেলা ভার। পরমাণু শক্তি কেন্দ্রগুলিতে এই প্রযুক্তির ব্যবহার করে খরচ ও সময় দুই-ই বাঁচানো যেতে পারে। এমনকী উড়ান নিয়ন্ত্রণ ব্যবস্থাতেও এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে বলে দাবি তাঁদের।
কী ভাবে কাজ করবে এই ‘ডিফ ডিসপ্লেজ’?
গবেষকরা জানালেন, প্রতিটি কম্পিউটারের উপর লাগানো থাকবে একটি করে ক্যামেরা। যার কাজ হল কম্পিউটার ব্যবহারকারীর দৃষ্টিপথের উপর নজর রাখা। এ ভাবেই ‘ডিফ ডিসপ্লেজ’ সর্বদাই অনুসরণ করবে ব্যবহারকারীর গতিবিধি। ঠিক কত ক্ষণ আপনি অফিসের জরুরি ফাইল পত্র দেখছেন, কত ক্ষণ লেখাপড়ার কাজ করছেন, কত ক্ষণই বা মগ্ন আছেন কোনও জটিল ধাঁধাঁ সমাধানে তা সবই ধরা পড়বে ‘ডিফ ডিসপ্লেজ’-এর ক্যামেরায়। এমনকী কম্পিউটারে একাধিক প্রোগ্রাম খোলা থাকলে তা-ও রেকর্ড হবে ‘ডিফ ডিসপ্লেজ’-এ। যত ক্ষণ আপনি কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবেন তত ক্ষণ কাজের ফাইলটিই খোলা থাকবে আপনার সামনে। চোখ সরালেই কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে নানান অ্যানিমেশন চিত্র।
ইতিমধ্যেই এক সপ্তাহের এক সমীক্ষায় হাতেনাতে ফল পেয়েছেন অ্যান্ড্রুজের গবেষকরা। দেখেছেন ‘ডিফ ডিসপ্লেজ’-এর নজরদারি এড়াতে রীতিমতো কর্মচঞ্চল হয়ে উঠেছেন মার্কিন যুবক-যুবতীরা। তাই তাঁরা আশাবাদী খুব শিগ্গিরই তাঁদের এই আবিষ্কার হয়তো গ্রহণযোগ্য হয়ে উঠবে বিভিন্ন অফিসে। বিশেষ করে সেই অফিসগুলিতে যেখানে ফাঁকি মারা মহা পাপ। |