লাল গ্রহে সাদা গুঁড়ো
সংবাদসংস্থা • টেক্সাস |
মঙ্গলের ‘গেল’ নামের এক খাদে পাথর ভেঙে বেশ কিছুটা সাদা গুঁড়ো পেল ‘কিউরিওসিটি’। পরীক্ষায় জানা গিয়েছে, ওই পাথরটির (বিজ্ঞানীরা যার নাম দিয়েছিলেন ‘টিনটিনা’) উপাদানের মধ্যে বেশ কিছুটা জল রয়েছে। ফলে মঙ্গলে জল থাকার প্রমাণ আরও জোরদার হল বলে টেক্সাসের ৪৪তম ‘লুনার অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স কনফারেন্স’-এ জানান রোভার দলের সদস্যরা। গত সপ্তাহেই পাথর ভেঙে কাদার মতো পদার্থ পেয়েছিল ‘মিস কৌতূহল’।
|
হরতালে গণ্ডগোল, নিহত দুই
সংবাদসংস্থা • ঢাকা |
বিএনপি ও জামাতে-ইসলামির ডাকা দু’দিনের হরতালের সময়ে বিভিন্ন জায়গায় গোলমালে দু’জন নিহত হয়েছেন। আহত প্রায় ১৫০। নিহতদের মধ্যে এক জন আওয়ামি লিগ কর্মী, অন্য জন ট্রাকচালক। সিলেটে দুষ্কৃতীরা রেললাইনের ফিশপ্লেট খুলে রাখায় একটি মেল ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হননি। মঙ্গলবার হরতাল শেষ হলেও বড় কর্মসূচির হুমকি দিয়েছে বিএনপি। |