টুকরো খবর
শিক্ষক প্রহৃত আউশগ্রামে
এক প্রধান শিক্ষকের বাড়িতে চড়াও হয়ে তাঁকে ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠল আউশগ্রামে। ভেদিয়া হাইস্কুলের শিক্ষক বিজয় গঙ্গোপাধ্যায়কে বোলপুরের সিয়ান হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আউশগ্রাম থানার পুলিশ শনিবার সন্ধ্যার এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে। বিজয়বাবু দাবি করেন, পাড়ায় তিনি এক তরুণ-তরুণীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার জেরেই এই ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, এই বিষয়টি নিয়ে তিনি এলাকার কয়েক জনের কাছে আপত্তি জানান। তার পরেই তাঁর স্কুলে গিয়ে কিছু অপরিচিত যুবক মিড-ডে মিলের হিসেব চায়। তিনি তাদের তা দিতে অস্বীকার করেন। ওই যুবকেরাই পরে বাড়িতে চড়াও হয়। তাঁকে ও তাঁর ছেলে, পেশায় চিকিৎসক সৌমিককে লাঠি, কাটারি ইত্যাদি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ বিজয়বাবুর। আউশগ্রাম থানার ওসি মিহিরকুমার দে জানান, এই ঘটনায় পান্না শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে ওই তরুণী বিজয়বাবুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। সে ব্যাপারেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

দুর্নীতির নালিশে বিক্ষোভ মন্তেশ্বরে
কুসুমগ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে চলছে বিক্ষোভ।—নিজস্ব চিত্র।
পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূল। মঙ্গলবার মন্তেশ্বরের কুসুমগ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিক্ষোভ চলে বিকেল ৪টে পর্যন্ত। তৃণমূলের দাবি, ২০১০ সালে সিপিএম পরিচালিত ওই পঞ্চায়েত ২৭ লক্ষ টাকার গাছ বিক্রি করে। কিন্তু পঞ্চায়েত তহবিলে জমা পড়ে ১৭ লক্ষ টাকা। বাকি ১০ লক্ষ টাকা জমা পড়েনি। এই ১০ লক্ষ টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলে তৃণমূলের দাবি। অবিলম্বে সেই টাকা পঞ্চায়েত তহবিলে জমা করার কথাও বলেন তারা। যদিও পঞ্চায়েত প্রধান আমানুল্লা চৌধুরি জানান, ফিরোজ খান নামে একজন ঠিকাদার গাছগুলি কিনেছিলেন। তিনি কয়েক দফায় ১৭ লক্ষ টাকা জমা দেন। বকেয়া টাকা না জমা দেওয়ায় ওই ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মন্তেশ্বর থানায়। পুলিশ সূত্রে খবর, ওই ঠিকাদারকেও গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে যান মন্তেশ্বরের যুগ্ম বিডিও। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ ওঠে।

জয়ী তেজগঞ্জ
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে মঙ্গলবার তেজগঞ্জ ক্রীড়াচক্র ৪৪ রানে হারাল ওয়েস্ট বর্ধমান অ্যাথলেটিক ক্লাবকে। প্রথমে তেজগঞ্জ ৩০ ওভারে ১৫৮ রান করে। দলের সৌমেন দে সর্বোচ্চ ৩৭ রান করেন। পরে ওয়েস্ট বর্ধমান ৩৫ ওভারে ৮ উইকেটে ১১৪ রান করে। ওয়েস্ট বর্ধমানের মহান্তি রানা ১৭ রানে ৫ উইকেট ও রামিজ হোসেন ৩৯ রানে ২ উইকেট দখল করেন। মহান্তি রানাই সর্বোচ্চ ২৪ রান করেন। তেজগঞ্জের ফিরোজ হোসেন ২ রানে ২ ও দেবায়ন দত্ত ১৮ রানে ২ উইকেট দখল করেন।

মিনি বাস্কেটবল
বর্ধমান জেলা ভলিবল ও বাস্কেটবল সংস্থার উদ্যোগে আয়োজিত অনুর্ধ্ব ১৩ মিনি বাস্কেটবল লিগের তিনটি ম্যাচ হয়ে গেল বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে। খেলায় বিনোদীমাধব কোচিং সেন্টার ৪০-১৪ পয়েন্টে অগ্রদূত সঙ্ঘকে, সিএমএস স্পোর্টস ক্লাব ৬৪-২৩ পয়েন্টে অগ্রদূত সঙ্ঘকে ও জাতীয় সঙ্ঘ ৫৩-৯ পয়েন্টে মিলনী ক্লাবকে হারিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.