দিল্লি থেকে বার্নপুর, মঞ্চ পেল নারী নিগ্রহের আঁচ
দিশারী নাট্য সংস্থার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বার্নপুর ভারতী ভবনে নাট্য মেলা আয়োজিত হল রবিবার। এদিন ছ’টি দল নাটক পরিবেশন করেন। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিফলন দেখা গিয়েছে এই নাটকগুলিতে। মঞ্চ নাটকের পাশাপাশি ছিল পথনাটিকাও।
স্থানীয় নাট্যকার সমীর দত্ত এই তাঁর ‘লজ্জা’ নাটকে এনেছেন সাম্প্রতিক কালে পর পর ঘটে যাওয়া নারীনিগ্রহের প্রসঙ্গ। দিল্লির গণধর্ষণের শিকার সেই তরুণী থেকে বার্নপুর, বারাসত, এমনকী কেরলের নারী নিগ্রহের অনুষঙ্গ এসেছে তাঁর নাটকে।
বার্নপুর ভারতী ভবনে নাট্যমেলার একটি মুহূর্ত।—নিজস্ব চিত্র।
তাঁর আর একটি নাটর ‘হারিয়ে পাওয়া’র বিষয়বস্তু হিসেবে আনা হয়েছে বৃদ্ধাশ্রমের আবাসিকদের দুঃসহ জীবন, একাকীত্ব। এই দু’টি নাটকই পরিবেশন করে আয়োজক গোষ্ঠী দিশারী। বর্ধমানের প্রয়াস নাট্যগোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘পরাশনের পাসওয়ার্ড’ নাটকটি।
ছিল অন্যান্য জেলার নাট্যদলের উপস্থাপনাও। সিউড়ির আত্মজ নাট্য গোষ্ঠী মোল্লা নাসিরুদ্দিনের জীবন কাহিনি নিয়ে মঞ্চস্থ করে ‘মোল্লা নাসিরুদ্দিন’ নাটকটি। নদিয়ার কৃষ্ণনগরের সিঞ্চন নাট্যগোষ্ঠী গ্যালিলিওর জীবন নিয়ে নাটক ‘ইনকুইজিশন’ পরিবেশিত হয়। তাঁদেরই ‘সমুদ্রমন্থন’ নাটকের বিষয় ছিল সমাজের মধ্যে বাড়তে থাকা অসাম্য। এর পরের দিনগুলিতেও নাটক পরিবেশন করবেন জেলার বিভিন্ন দল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.