টুকরো খবর
পরিকাঠামো নেই, কবুল উপাচার্যের
পরিকাঠামোর অভাবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হয়রান হচ্ছেন বলে স্বীকার করলেন উপাচার্য অচিন্ত্য বিশ্বাস। সোমবার বালুরঘাটে গ্রামীণ লোক সংস্কৃতি নিয়ে আলোচনাসভায় যোগ দিয়ে ওই কথা স্বীকার করেন উপাচার্য। তাঁর কথায়, “তিন জন স্থায়ী কর্মী ও কয়েক জন অস্থায়ী কর্মী বিশ্ববিদ্যালয় চলছে। নানা ভুলভ্রান্তি হচ্ছে। খেসারত দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের। বিষয়টি উচ্চশিক্ষা দফতরে জানিয়ে দ্রুত কর্মী নিয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে।” এ দিন পিএসইউ এবং ছাত্র পরিষদের তরফে উপাচার্যকে চলতি বছরে স্নাতকস্তরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ ফল প্রকাশের অভিযোগ জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। বালুরঘাট নাট্যতীর্থ মঞ্চে আয়োজিত লোকসংস্কৃতি তত্ত্ব ও ক্ষেত্র সমীক্ষা এবং ফোকলোরিস্টিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে দুদিনের আলোচনাসভায় উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটির সভাপতি পল্লব সেনগুপ্ত, উচ্চশিক্ষা সংসদ সদস্য শেখ মকবুল ইসলাম প্রমুখ।

তৃণমূলের নামে হামলার নালিশ
দলীয় কর্মীসভা থেকে ফেরার পথে কোচবিহার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি জ্ঞানেন্দ্রচন্দ্র চন্দের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সোমবার কোচবিহার কোতোয়ালির আকরাহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। সিপিএমের অভিযোগ, গাড়িতে লাঠি নিয়ে হামলা করা ছাড়া দলের জেলা সম্পাদকমণ্ডলী সদস্য জ্ঞানেন্দ্রবাবুকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হয়। তা না পেরে গাড়ির চালককে মারধর করা হয়। চালক কোনও ক্রমে সেখান থেকে প্রাক্তন সভাধিপতি-সহ গাড়ি নিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন। দলের সম্পাদকমণ্ডলীর সদস্য অনন্ত রায় বলেন, “পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের রাজনীতি করে তৃণমূল ক্ষমতা দখল করতে চাইছে। পুলিশে অভিযোগ জানাচ্ছি।” যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের কোচবিহার-১ ব্লক সভাপতি খোকন মিঁয়া বলেন, “মিথ্যা অভিযোগ। বামফ্রন্টের শরিকি বিবাদে গোলমাল হয়।” অভিযোগ জমা না পড়লেও ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল জানান।

নিয়োগে দুর্নীতি
উত্তর দিনাজপুরের সেচ ও জলপথ দফতরে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগে দুর্নীতিতে এসএফআই, ডিওয়াইএফ ও যুব কংগ্রেস সরব। সোমবার দুপুরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৮ যুবক চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগপত্র নিয়ে সেচ ও জল পথ দফতরের উত্তর দিনাজপুর ডিভিশন অফিসে যান। তা জানাজানি হতে এসএফআই, ডিওয়াইএফআই ও যুব কংগ্রেস কর্মীরা দফতরে হাজির হন। এসএফআই এবং ডিওয়াইএফের কর্মীরা নিয়োগে দুর্নীতির অভিযোগে দু’ঘন্টা বিক্ষোভ দেখান।

বিপাকে ছাত্রছাত্রীরা
উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নির্ধারিত বাস না যাওয়ায় বিপাকে ছাত্রছাত্রীরা। সোমবার ইসলামপুর থানার ভদ্রকালি স্কুলে ঘটনাটি ঘটে। সকালে ছাত্রছাত্রীরা জানতে পারে তাদের পরীক্ষার জন্য যে বাসটি যাওয়ার কথা ছিল সেটি যায়নি। বাধ্য হয়ে তারা ট্রেকার ধরে ইসলামপুরে যান পরীক্ষা দিতে। ছাত্র ছাত্রীদের অভিযোগ, অনেকেই পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষাকেন্দ্রে পৌঁছয়। ইসলামপুরের মহকুমাশাসক সমনজিৎ সেনগুপ্ত বলেন, ‘‘যে বাসের ব্যবস্থা করা হয়েছিল সেটি যান্ত্রিক গোলমালের জন্য স্কুলে যেতে পারেনি।”

ভস্মীভূত ১০ বাড়ি
খড়ের গাদা থেকে আগুন ছড়িয়ে ভস্মীভূত হল ১০টি বাড়ি। সোমবার দক্ষিণ দিনাজপুরের তপন থানার মহকুঁড়ি এলাকায়। দমকলের একটি ইঞ্জিন ও গ্রামবাসীদের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। প্রচণ্ড হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দরমার বেড়া ও খড়ের ছাউনি দেওয়া বাড়িগুলিতে।

জাল নোট-সহ ধৃত
সোমবার মালদহ শহরের গৌড়রোডে হানা দিয়ে ইংরেজবাজার পুলিশ এক লক্ষ টাকার জালনোট সহ যুবককে ধরে। নাম মিঠুন শেখ। পুলিশ জানায়, “চক্রে আরও কেউ যুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে।” ধৃত যুবককে আদালতে তুললে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট জামিনের আবেদন নামঞ্জুর করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.