১০ শয্যার স্বাস্থ্যকেন্দ্র চালু
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
গোপালনগরের পাল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১০ শয্যা চালু হল। শনিবার এর উদ্বোধন করেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক সুরিজিৎ বিশ্বাস। উপস্থিত ছিলেন বনগাঁর সাংসদ গোবিন্দচন্দ্র নস্কর, বনগাঁ উত্তর কেন্দ্রে বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ প্রমুখ। ওই দিন বনগাঁ পঞ্চায়েত সমিতির তরফে একটি অ্যাম্বুল্যান্স ওই স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির হাতে তুলে দেওয়া হয়। গোবিন্দবাবু এবং সুরজিৎবাবু যথাক্রমে তাঁদের সাংসদ ও বিধায়ক তহবিলের টাকায় স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে পাঁচিলের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দিয়েছেন। স্কুলের নয়া ভবন। দু’টি স্কুলের নতুন ভবনের উদ্বোধন হল হাবরায়। বৃহস্পতিবার হাবরা-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে কুলতলা জুনিয়র হাইস্কুল এবং আনোয়ারবেড়িয়া জুনিয়র হাইস্কুলের নতুন ভবন দু’টির উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন। প্রতিটি ভবন নির্মাণে খরচ হয়েছে ১৬ লক্ষ টাকা। |
জনস্বাস্থ্য সচেতনতা শিবির হল বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের বালসি-১ পঞ্চায়েত কার্যালয়ে। সোমবার বামিরা গ্রামে অবস্থিত এই পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত শিবিরে এলাকার প্রায় দেড় হাজার মহিলা হাজির ছিলেন। |