বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনও সংগঠন বা কমিটি গড়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। সোমবার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এই বিজ্ঞপ্তিকে ঘিরে অধ্যাপকদের সংগঠন এসকেবিইউটিএ-র (সিধো-কানহো-বীরসা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন) বৈধতা নিয়ে প্রশ্ন উঠল। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উপাচার্যের আদেশানুসারে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে এ-ও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কর্মীরা ক্যাম্পাসে কোনও সভার আয়োজন করলেও, কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ওই সংগঠন গড়ে ওঠে। সংগঠন সূত্রের খবর, কাল বুধবার শহরে এই সংগঠন একটি সভার আয়োজন করেছে। সংগঠনের সম্পাদক গৌতম মুখোপাধ্যায় বলেন, “সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরকম একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। কিন্তু আমাদের প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুটা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কুটা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বুটা নামে অধ্যাপকদের সংগঠন রয়েছে এবং সংগঠনগুলি কাজ করছে। সেখানে তো এমন অনুমতি নিতে হয়েছে বলে জানি না।” তাঁর কথায়, “অধ্যাপকেরা সভা করে তাঁদের নানা বিষয় নিয়ে আলোচনা করতেই পারেন। তার জন্য অনুমতি নিয়ে বৈঠক করতে হবে কেন?” ওয়েবকুটার পুরুলিয়া জেলা শাখার সম্পাদক বাবর আলি মির্ধা বলেন, “এধরনের নির্দেশ অগণতান্ত্রিক। আমরা এর প্রতিবাদ করছি।” যদিও ওয়েবকুপার আহ্বায়ক সাধনা খাওয়াস বলেন, “পুরুলিয়ায় তো এই বিশ্ববিদ্যালয় নতুন গড়ে উঠেছে। কর্তৃপক্ষ এ ধরনের নির্দেশ জরি করতেই পারেন। কারণ, বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনও সংগঠন গড়ে উঠলে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া দরকার বলেই আমাদের মনে হয়।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্না বলেন, “বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনও সংগঠন গড়ে উঠলে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া প্রয়োজন। এই ধরনের কোনও সংগঠন কোনও সভা করতেই পারে, তবে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানবেন।” তাঁর দাবি, “এসকে বুটা নামে একটি সংগঠনের কথা শুনেছি। তবে আমাদের কাছে এ ধরনের কোনও সংগঠন গড়ার বিষয়ে কোনও অনুমতি নেওয়া হয়নি।” |