টুকরো খবর |
নিগৃহীত ডেপুটি ম্যাজিস্ট্রেট
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অতিরিক্ত মালবোঝাই লরি ধরতে গিয়ে লরি মালিকের হাতে নিগৃহীত হলেন জঙ্গিপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মার্কফোন ডেনডুপ লামা। সোমবার বিকেলে রঘুনাথগঞ্জের তাতাই মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে কয়েকজন সহকর্মীকে নিয়ে ওই ম্যাজিস্ট্রেট অতিরিক্ত মালবোঝাই গাড়ি ধরছিলেন। পাথরভর্তি একটি লরিকে দাঁড় করানোর চেষ্টা করেন। লরিটি না দাঁড়িয়ে সোজা ওমরপুরে মালিকের হোটেলে চলে যায়। অভিযোগ, লরি-মালিক দলবল নিয়ে কর্তব্যরত ওই ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে লরিটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে। তবে মালিকের কোনও হদিশ মেলেনি।
|
গ্রন্থাগারে আগ্নেয়াস্ত্র
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গ্রন্থাগারের আলমারির পিছন থেকে একটি ওয়ান সাটার উদ্ধার হল। পুলিশ ও লাইব্রেরি সূত্রের খবর, সোমবার দুপুরে কৃষ্ণগঞ্জের বানপুরের সরকারি সাহায্যপ্রাপ্ত ওই লাইব্রেরির আলমারি সরাতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে তা উদ্ধার করে। জেলা পুলিশের ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস বলেন, “লাইব্রেরীর ভিতর কীভাবে আগ্নেয়াস্ত্র গেল তা খতিয়ে দেখা হচ্ছে।” এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। তৃণমূল নেতৃত্বের দাবি, সিপিএম ঘনিষ্ঠ প্রাক্তন এক গ্রন্থাগারকর্মী ওয়ান সাটারটি লুকিয়ে রেখেছিলেন। অন্য দিকে অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম।
|
পড়ুয়াদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
মিড-ডে মিলের স্বচ্ছতা ও শৌচাগারের দাবিতে সোমবার বেলাডাঙার বেগুনবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। তাদের অভিযোগ, নিয়মিত ক্লাস হয় না, পঞ্চমশ্রেণির ছাত্রছাত্রী ছাড়া অন্যরা মিড-ডে মিল পায় না। ছাত্রীদের জন্য পর্যাপ্ত শৌচাগার নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, “সমস্যা সমাধানের চেষ্টা চলছে।” বিদ্যালয় পরিচালন সমিতির সহ-সভাপতি সাহিদ আলি মল্লিক বলেন, “বিদ্যালয়ে সমস্যা আছে। তবে ছাত্রীদের শৌচাগার সমস্যার সামধানের প্রচেষ্টা শুরু হয়েছে।”
|
তৃণমূলের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
নওদা ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কর্মীদের দেরীতে আসার অভিযোগে সোমবার দফতরে তালা দিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল সমর্থকরা। অভিযোগ, এ দিন বেলা ১১টাতেও দফতরে কর্মীরা যাননি। নওদার বিডিও মানস মণ্ডল বলেন, “বিএলএলআরওকে বিষয়টি বলেছি। তিনিই সমস্যার সমাধান করবেন।” বিএলএলআরও সঞ্জীব সেনগুপ্ত বলেন, “এ দিন জেলা কার্যালয়ে গিয়েছিলাম। তাই সমস্যা। সবার সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক চালকের। নাম রাজু সিংহ (৩৫)। বাড়ি পূর্বস্থলীর জাহাননগরে। জখম হয়েছে বাইকের আরোহী বছর পাঁচেকের রবিন সিংহ। শক্তিনগর জেলা হাসপাতালে তার চিকিত্সা চলছে। পুলিশ জানায়, সোমবার সকালে এসটিকেকে সড়কে পারুলিয়া মোড়ে একটি গাড়ি ওই বাইকটিকে ধাক্কা দেওয়ায় এই বিপত্তি।
|
চোলাই-সহ ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
নকল বিলেতি মদ ও চোলাই সহ তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে খড়গ্রাম থানার পুলিশ চন্দ্রসিংহবাটী, সাওন্দি ও দুর্গারামপুর এলাকায় তল্লাশি চালিয়ে সুমন্ত মণ্ডল, দুঃখভরণ হাজরা ও অপূর্ব পাল নামে ওই তিন যুবককে গ্রেফতার করে। পুলিশ এ দিন প্রায় ৩০৭ লিটার চোলাই ও ২৫০ বোতল নকল বিলেতি মদ বাজেয়াপ্ত করেছে।
|
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। নাম ধরম ভুঁইমালি (২৭)। তাঁর বাড়ি খড়গ্রামের ফুলিয়াতে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিলেন ওই যুবক। খড়গ্রামের নগর বাজার সংলগ্ন কোড়াপাড়া এলাকায় পিছন দিক থেকে আসা একটি ট্রাক্টর তাঁর সাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশ ট্রাক্টরটিকে আটক করলেও চালক পলাতক। তার খোঁজ করছে পুলিশ।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
সাইকেলে বাড়ি ফেরার সময় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ছাত্রীর। সোমবার দুপুরে ডোমকল থানার ভাতশালা এলাকার ঘটনা। মৃতের নাম দিলুয়ারা খাতুন (১৫)। ভাতশালা হাইমাদ্রাসার নবম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি স্থানীয় বাটিকামারি গ্রামে। পুলিশ জানায়, এ দিন রাস্তার গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে পড়ে যায় ওই ছাত্রী। পিছন থেকে আসা ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। চালক পলাতক।
|
বিয়ে রুখল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
এক নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। সোমবার নওদার পাটিকাবাড়ির ওই নাবালিকার বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছিল। আত্মীয়স্বজনও ভিড় জমাতে থাকেন। অপেক্ষা শুধু বরের। কিন্তু তার আগেই পুলিশ নিয়ে হাজির হন নওদার যুগ্ম বি ডি ও সম্রাট বাগচি। ওই কিশোরীর বাবা সাফিকুল ইসলাম মুচলেকা দিয়ে মেয়ের বিয়ে বাতিল করে দেন। তিনি বলেন, “আইন না জেনে বিয়ে দিচ্ছিলাম। এখন জানলাম। ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেব না।”
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম অরুণ কোনাই (৪৪)। বাড়ি বড়ঞার বিপ্রশিখর অঞ্চলে। পুলিশ জানায়, রবিবার সকালে ওই ব্যক্তি কীটনাশক খেলে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিত্সা চলাকালীন রাতেই তাঁর মৃত্যু হয়।
|
এক যুগ লড়ে শিক্ষকের চাকরি |
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর ২০০০ সালের লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টে উত্তীর্ণ হয়ে প্যানেলে ন’নম্বরে স্থান পান লালগোলার আহমেদ আলি। সে-বার কমিশনের উত্তর আঞ্চলিক দফতরের এলাকায় ইতিহাসের শিক্ষকের শূন্য পদ ছিল ১৪টি। কিন্তু আলি চাকরি পাননি। তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ১২ বছর পরে, সোমবার বিচারপতি অশোক দাস অধিকারী বলেন, এসএসসি এক জন শিক্ষিত বেকার যুবককে যে-ভাবে বছরের পর বছর হেনস্থা করেছে, তা লজ্জার। দু’সপ্তাহের মধ্যে আলিকে নিয়োগ করতে হবে। আবেদনকারীর আইনজীবী ব্রতীন্দ্রনারায়ণ রায় বলেন, অনন্যোপায় হয়ে আলি মামলা করেছিলেন। আদালতের নির্দেশে এত দিনে তিনি নিয়োগপত্র পেতে চলেছেন।
|
লরির ধাক্কায় মৃত্যু |
রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। নাম মাসুদ শেখ (৩২)। বাড়ি সুতির শঙ্করপুরে। সোমবার সুতির সাজুর মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। |
|