টুকরো খবর
লাইনে ফাটল, বাঁচালেন কর্মী
রেলকর্মীর তৎপরতায় এড়ানো গেল দুর্ঘটনা। সোমবার সকাল ৭টা নাগাদ হাওড়া-বর্ধমান মেন শাখার পাণ্ডুয়া ও সিমলাগড় স্টেশনের মাঝে লাইন পরীক্ষা করছিলেন রেলকর্মী শেখ আলাউদ্দিন। হঠাৎ তাঁর নজরে পড়ে, ডাউন লাইনের জয়েন্টে ইঞ্চি তিনেক ফাঁক। তত ক্ষণে ডাউন বর্ধমান-হাওড়া লোকাল সিমলাগড় ছেড়ে পাণ্ডুয়া স্টেশনের কাছাকাছি চলে এসেছে। রেল ও স্থানীয় সূত্রের খবর, আলাউদ্দিন হাতের লাল পতাকা নেড়ে চালককে সতর্ক করেন। ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। পরে মেরামতি শুরু হয়। ৭টা ৪০ মিনিট থেকে প্রায় ৯টা পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গোটা ঘটনায় আপ্লুত এবং গর্বিত আলাউদ্দিন। ২০০৭ সালেও বৈঁচিগ্রামে এ ভাবেই একটি ট্রেনের যাত্রীদের রক্ষা করেছিলেন তিনি। আলাউদ্দিনের কথায়, “প্রতি দিনের মতোই সকালে লাইন পরীক্ষা করছিলাম। হঠাৎই লাইনে ফাটল চোখে পড়ে। খবর দিতে পাণ্ডুয়া স্টেশনের দিকে যাচ্ছিলাম, কিন্তু ওই লাইনেই ট্রেন এসে পড়ে। লাল পতাকা নাড়িয়ে কোনও মতে সেটাকে থামাই।”

বেলুড়ে খুনে দুই দুষ্কৃতী গ্রেফতার
বেলুড়ের কিশোরী বারুই খুনে ধরা পড়ল দুই দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, ধৃত নন্দু সাউ ও গণেশ চৌধুরী এলাকার কুখ্যাত তোলাবাজ শ্রীকান্ত মাহাতোর দলের লোক। পুলিশের দাবি, কিশোরীকে মারার জন্য ভিন্ রাজ্য থেকে দুষ্কৃতীদের আনা হয়। আগ্নেয়াস্ত্র সরবরাহ করে নন্দু। মোটরবাইক দেয় গণেশ। শনিবার মোটরবাইকে আসা দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় কিশোরীর। পুলিশ জানিয়েছে, বেলুড়ের কুখ্যাত তোলাবাজ পলাশ দাসের মৃত্যুর পরে দলের দায়িত্ব নেয় তারই ভাগ্নে কিশোরী। ব্যবসার আড়ালে খুন, তোলাবাজি ও ডাকাতির ঘটনায় কিশোরীর নাম জড়িয়েছিল। পুলিশের খাতায় সে ছিল ‘মোস্ট ওয়ান্টেড’।

মানবাধিকার কমিশনের কর্মশালা
ক্রমবর্ধমান মানসিক চাপ মুক্তির উপায় ও মানবাধিকার কমিশনের ভূমিকা সর্ম্পকিত কর্মশালা অনুষ্ঠিত হল হাওড়ার পাঁচলার গোন্দলপাড়া নবীন সঙ্ঘের সেমিনার হলে। কর্মশালার আয়োজক ছিল পাঁচলার গঙ্গাধরপুর বিএড কলেজ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কর্মশালায় বিএড কলেজের প্রায় ৬০ জন ছাত্রছাত্রী যোগ দেয়। উপস্থিত ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধি তাপসকুমার রায়, গঙ্গাধরপুর বিএড কলেজের প্রতিষ্ঠাতা সন্তোষ দাস, জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষা বিজয়া নায়েক-সহ অনেকে। বহু শ্রোতা এসেছিলেন আলোচনা শুনতে।

শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পালন
শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উদযাপিত হল খানাকুলের নন্দনপুর সারদা পল্লীমঙ্গল সেবা প্রতিষ্ঠানে। মঙ্গলারতি, চণ্ডীপাঠ, শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বিকেলে শ্রীরামকৃষ্ণের উপর আলোচনাসভায় উপস্থিত ছিলেন স্বামী বিভাত্মানন্দ মহারাজ ও স্বামী অজেয়ানন্দ মহারাজ। অন্য দিকে, আরামবাগের তিরোলেও রামকৃষ্ণ পল্লিমঙ্গল সমিতির উদ্যোগে শ্রীরামকৃষ্ণের ১৭৮ তম জন্মতিথি পালিত হয়েছে। সকাল ৭টায় শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি নিয়ে গ্রামে শোভাযাত্রা বের হয়। সন্ধ্যা পর্যন্ত সমিতি প্রাঙ্গণে পুজো, চণ্ডীপাঠ, কীর্তন হয়।

দুর্ঘটনায় যুবকের মৃত্যু খানাকুলে
মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন তাঁর বন্ধু। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে খানাকুলের সাপদে। মৃতের নাম মানস মণ্ডল (২৬)। বাড়ি আরামবাগের রামনগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বিয়েবাড়ির নিমন্ত্রণ সেরে বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন মানস। গ্রামের ওই রাস্তায় নিয়ন্ত্রণ হারানোয় মোটরবাইকটি উল্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় মানসের। গুরুতর জখম অবস্থায় তাঁর বন্ধু সারারাত রাস্তাতেই পড়ে ছিলেন। সকালে তাঁকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শিক্ষা নিয়ে কর্মশালা
সম্প্রতি শিশু সংসদ ও স্বাস্থ্যবিধান কর্মশালা অনুষ্ঠিত হল হাওড়ার মাজু কমিউনিটি হলে। উদ্যোক্তা ছিল হাওড়া জেলা সর্বশিক্ষা মিশন। সহযোগিতায় ছিল হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের জগৎবল্লভপুর দক্ষিণ চক্র।

দুষ্কৃতীর দেহ উদ্ধার
খুন, রাহাজানি, ডাকাতির একাধিক ঘটনায় পুলিশ খুঁজছিল তাকে। ধরে দিতে পারলে পুরষ্কারও ঘোষণা হয়েছিল। কিন্তু সোমবার সকালে সেই কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ রিয়াজ ওরফে রিয়াজউদ্দিনের (২৫) ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। সাহাগঞ্জের ডানলপ কারখানায় ঢোকার মুখে রাস্তার পাশে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারাল অস্ত্র পেটে ঢুকিয়ে খুন করা হয়েছে ওই দুষ্কৃতীকে। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে। হাওড়া-হুগলি-উত্তর ২৪ পরগনার বিভিন্ন থানায় তার নামে মামলা ঝুলছে চাঁপদানির ওই যুবকের বিরুদ্ধে।

বাউড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান
সম্প্রতি হাওড়ার বাউড়িয়ায় পূর্ব বুড়িখালি দুর্গামণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোক্তা ছিল স্থানীয় সুরাঞ্জলী সঙ্গীত বিদ্যালয়। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, নাচ, গান ছাড়াও ছিল বসে আঁকো প্রতিযোগিতা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মঞ্জুশ্রী দাস ও তাপস অধিকারী। অন্য দিকে, বাগনানের বীরকূলেও নিউ সান রাইজ ক্লাবের উদ্যোগে নানা অনুষ্ঠান হল। মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়।

শিবরাত্রির অনুষ্ঠান
শিবরাত্রি উপলক্ষে মেলা ও উৎসব হল ১০ মার্চ জগৎবল্লভপুরের সিদ্ধেশ্বরশঙ্কর পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে। নাগরদোলা, ম্যাজিক শো, পুতুল নাচ ছাড়াও নানান পসরা মেলায়।

বিবেকানন্দ স্মরণে
শাশ্বত ভারত উৎসব কমিটির উদ্যোগে স্বামীজীর জন্ম সার্ধশতবর্ষ অনুষ্ঠানে গঙ্গাধরপুরে আসেন যোগদ্যান মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ, বেলুড় সারদা পীঠের সম্পাদক দিব্যনন্দ মহারাজ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.