টুকরো খবর
দিঘায় রোপওয়ে
সৈকত শহর দিঘায় সোমবার বিকেলে যাত্রীবাহী রোপওয়ে প্রকল্পের শিলান্যাস করলেন কাঁথির সাংসদ ও দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী। শিশিরবাবু জানান, পিপিপি মডেলে অমরাবতী পার্কে আগামী এক বছরের মধ্যে রোপওয়ে প্রকল্পটি গড়ে তোলা হবে। এর জন্য ব্যয় হবে চার কোটি টাকা। উন্নয়ন পর্ষদ রোপওয়ে প্রকল্পের জন্য জমি দিচ্ছে পর্ষদ। বাকি টাকা খরচ করবে নিমার্ণকারী সংস্থা। রোপওয়ের শিলান্যাস করা ছাড়াও শিশিরবাবু সোমবার দিঘায় কয়েটি নতুন রাস্তা, হকার্স পুনবার্সন কেন্দ্র, নবনির্মিত বাইপাস রাস্তার ধারে যাত্রী প্রতীক্ষালয়ের শিলান্যাস করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস, পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই সার,পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল, রামনগর১ ব্লক উন্নয়ন আধিকারিক তমোজিৎ চক্রবর্তী প্রমুখ।

এ বার বৈদ্যুতিন গাড়ি আনল মহীন্দ্রা
বছর তিনেক আগে বেঙ্গালুরুর সংস্থা ‘রেভা’ কিনে নেওয়ার পরে অবশেষে বৈদ্যুতিন গাড়ি বাজারে আনল মহীন্দ্রা। সম্প্রতি নয়াদিল্লিতে তাদের প্রথম বৈদ্যুতিন গাড়ি ‘ইটুও’-র আবরণ উন্মোচন করে সংস্থার কর্তারা জানিয়েছেন, মাস খানেকের মধ্যেই পর্যায়ক্রমে দেশের কয়েকটি শহরে এই গাড়ি বিক্রি শুরু হবে। বৈদ্যুতিন গাড়ি তৈরির লক্ষ্যে বেঙ্গালুরুতে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করে সংশ্লিষ্ট কারখানাটি গড়েছে সংস্থা। তাদের দাবি, পাঁচ ঘণ্টায় সহজেই গাড়িতে পুরো চার্জ দেওয়া সম্ভব। এবং পুরো চার্জ থাকলে গাড়িটি ১০০ কিলোমিটার রাস্তা যেতে সক্ষম। মহীন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মহীন্দ্রা বলেন, “এটা আমাদের গোষ্ঠীর কাছে একটি মাইলফলক।”

নয়া ব্যাঙ্ক চেক চালুর সময়সীমা বাড়ল
নতুন ব্যাঙ্ক চেক চালু করার সময়সীমা বাড়ল। ৩১ মার্চের মধ্যে চেক ট্রাঙ্কেশন ব্যবস্থায় (সিটিএস) নয়া চেক চালুর কথা থাকলেও তা ৩১ জুলাই অবধি পিছোল রিজার্ভ ব্যাঙ্ক। গ্রাহকের কাছে থাকা পুরনো চেকও বহাল থাকছে ৩১ জুলাই পর্যন্ত। তবে নতুন ইস্যু করা চেক-বই সিটিএস ব্যবস্থায় হবে বলে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

শিশুদের সাহায্যে
পূর্ব ভারতে জলপাইগুড়ি এবং ওড়িশার দুই অ-সরকারি সংস্থাকে অর্থ সাহায্য করতে নতুন চুক্তি সই করল জাপানের কনস্যুলেট। কেন্দ্রীয় সরকারের সম্মতিক্রমেই সংস্থা দু’টিকে ভবিষ্যতে কাজকর্ম চালাতে অর্থ সাহায্য দেওয়া হবে। এ জন্য দুই সংস্থাকে প্রায় ৮০ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছে তারা। যা ওই দুই অঞ্চলের শিশুদের সার্বিক উল্লতির জন্য ব্যয় করা হবে।

বাজারে নতুন
খাদ্য প্রক্রিয়াকরণের বাজারে পা রাখল ভানু ফার্মস। সংস্থা জানিয়েছে, তাদের ‘নেচার্স গোল্ড’ ব্র্যান্ড-নামে প্যাকেটবন্দি চটজলদি রান্নার উপযোগী সব্জি এবং ফল মিলবে কলকাতা, শিলিগুড়ি, ভুবনেশ্বর, পটনায়। ভবিষ্যতে অন্যান্য শহরেও পণ্য আনার পরিকল্পনা রয়েছে সংস্থার। এ জন্য বিভিন্ন রিটেল সংস্থার সঙ্গে জোটও বেঁধেছে তারা।

টিএমটি-র মান
বাজার চলতি টিএমটি বারগুলি পরীক্ষার জন্য এ বার নয়া ভ্রাম্যমাণ কেন্দ্র আনল সুল স্টিল। এখানে যে-কোনও সংস্থার বারে কার্বন, সালফার, ফসফরাসের পরিমাণ যাচাই করা যাবে। মালদহ, মুর্শিদাবাদ দিয়ে শুরু করলেও, পরে অন্যান্য জেলাতে এই পরীক্ষা করবে সংস্থা।

ব্যথা উপশমে
ব্যথার উপশমের জন্য বিশেষ চিকিৎসা কেন্দ্র চালু করল থ্রাইভেন হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন রোগীরা। ফোন ও ভিডিও-র মাধ্যমেও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.