আগুনে পুড়ে মারাত্মক জখম হলেন এক বধূ। সোমবার সকালে মহম্মদবাজারের বলিহারপুর গ্রামের ঘটনা। ওই ঘটনায় তিনটি খড়ের গাদা ও তিনটি বাড়িও ভস্মীভূত হয়েছে। সজলী মাহাতো নামে ওই বধূ আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি হাসপাতালে ভর্তি। দমকল ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল ১১টা নাগাদ ওই আগুন লেগে গ্রামেরই বাসিন্দা, চণ্ডী মাহাতো, বিষ্ণুপদ মাহাতো ও তাঁদের কাকা লক্ষ্মীকান্ত মাহাতোর বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন সাহা বলেন, “এলাকাবাসী প্রথমে পাম্প ও কলসি-বালতি করে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। মিনিট খানেকের মধ্যে সিউড়ি থেকে দমকলও এসে পড়ে।” সিউড়ি দমকলের ওসি জয়দেব ঘোষাল বলেন, “প্রায় ৪ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনই বলা সম্ভব নয়।” অন্য দিকে, বিদ্যুৎবাহী তারের আগুন থেকে ভস্মীভূত হয়ে গেল ১৯টি ঘর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামের ১ নম্বর সংসদের খ্যাঁদামারা গ্রামে। রামপুরহাট থেকে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সফল হয়। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব চৌধুরী বলেন, “মোট ১৯টি পরিবারের ঘর পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্তদের সাময়িকভাবে খাবারের ব্যবস্থা পঞ্চায়েত থেকে করা হয়েছে। ব্লক অফিস থেকে তারপুলিনের ব্যবস্থা করা হয়েছে।”
|
ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। সোমবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানা এলাকায়। যুবকটিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। আহত শিশুটি এখন সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় ওই যুবক। শিশুটিকে খুঁজতে বেরিয়ে তার বাড়ির লোকেরা দেখেন ঘরের দরজা বন্ধ করে শিশুটির উপর অত্যাচারের চেষ্টা চালাচ্ছে যুবকটি। পুলিশ জানায়, যুবকটির বিরুদ্ধে বধূ নির্যাতন ও খোরপোশের মামলা চলছে। এই ঘটনাটিরও তদন্ত হবে।
|
মারা গেলেন প্রাক্তন সিপিএম বিধায়ক বিষ্ণু লেট (৬০)। ময়ূরেশ্বরের মহুলা গ্রামের বাসিন্দা বিষ্ণুবাবু রবিবার সকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। সোমবার রামপুরহাট হাসপাতালে তিনি মারা যান। সিপিএমের ময়ূরেশ্বর জোনাল কমিটির সম্পাদক অরুপ রায় বলেন, “১৯৭৭ সাল থেকে দলীয় সদস্য ছিলেন বিষ্ণুবাবু। দলের কাজ ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক কাজেও এলাকায় তিনি জনপ্রিয় ছিলেন।” |