অস্ত্র বেচতে ঘুষ
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
বরাত পাইয়ে দেওয়ার জন্য জন্য মার্কিন অস্ত্র প্রস্তুতকারী সিগ শয়েরের কাছ থেকে অবৈধ ভাবে ১০ শতাংশ কমিশন ঘুষ নেওয়ার অভিযোগ উঠল বিতর্কিত অস্ত্র বিক্রেতা অভিষেক বর্মার বিরুদ্ধে। ২০১১ সালের জুন থেকে ডিভেম্বরের মধ্যে এই ঘুষ দেওয়া হয়। নতুন তথ্য বিশ্লেষণ করে এই কথা জানিয়েছে এফবিআই এবং সিবিআই। সেই তথ্য থেকে আরও জানা গিয়েছে, অস্ত্রের বরাত পাইয়ে দেওয়ার জন্য বহু সরকারি অফিসারও শয়েরের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। এই মুহূর্তে জেলে রয়েছেন অভিষেক বর্মা এবং তাঁর স্ত্রী। সিবিআই জানিয়েছে, প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে চুক্তি করার জন্য অভিষেককে ঘুষ দিয়েছিলেন শয়ের। তাঁর সঙ্গে যে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের দহরম মহরম রয়েছে, তা প্রমাণ করার জন্য গোপনে স্বরাষ্ট্র মন্ত্রকের ভিতরের ভিডিও তুলে ২০১১-র ২৪ জুন ইন্টারনেটের মাধ্যমে শয়েরের কাছে পাঠিয়েছিলেন অভিষেক। |
কপ্টারে চম্পট
সংবাদসংস্থা • মন্ট্রিয়ল |
ঘটনাস্থল, কানাডার কিউবেক প্রদেশের সেন্ট-জেরোম জেল। ২টো ২০ মিনিট। মাথার উপর পাক খাচ্ছে হেলিকপ্টার। কপ্টার থেকে সোজা জেলের মধ্যে নেমে এসেছে একটা দড়ি। আর চুপিসারে সেই দড়ি বেয়ে হেলিকপ্টারে উঠে গেল দুই বন্দি। এ ভাবেই কাল কিউবেকের জেল থেকে পালাল দুই বন্দি হিউডন-বারবিউ ও ড্যানি প্রোভেনক্যাল। তবে সফল হয়নি তারা। সে দিনই ধরা পড়ে যায় পুলিশের জালে। ধরা পড়েছে তাদের সাহায্যকারী দু’জনও। গত কাল হঠাৎই একটা ফোন আসে পুলিশের কাছে। দুপুর ২.২০ নাগাদ জেল থেকে পালিয়েছে দুই বন্দি। শুরু হয় তল্লাশি। জেল থেকে ৫৩ মাইল দূরে সন্ধান মেলে কপ্টারের। |
কোর্টে জঙ্গি হানা
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
এ বার পেশোয়ারের আদালত চত্বরে আত্মঘাতী হামলা চালাল জনা দশেক সশস্ত্র জঙ্গির একটি দল। সোমবার এই হানায় নিহত হন ৪ জন। আহত এক মহিলা বিচারক-সহ ৩০। স্থানীয় সময় বেলা সাড়ে ১২টা নাগাদ আদালত চত্বরে ঢুকেই বেপরোয়া ভাবে গুলি চালাতে থাকে ওই জঙ্গিরা। ছোড়ে গ্রেনেডও। তাদেরই এক জন আদালতের একটি কক্ষে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। |