|
|
|
|
টুকরো খবর |
অস্ত্র-কাণ্ডে পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এনায়েতপুর অস্ত্র-কাণ্ডে ধৃত সিপিএম কর্মীকে তিন দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিল মেদিনীপুর এসিজেএম আদালত। শুক্রবার রাতে রেণুপদ সিংহ নামে ওই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তি সিপিএমের মেদিনীপুর গ্রামীণ (পশ্চিম) জোনাল কমিটির সদস্য।গত বুধবার মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুরে মাটি খুঁড়ে ৭০টি বন্দুক-রাইফেল উদ্ধার করে যৌথ বাহিনী। ওই রাতেই সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার-সহ ১২ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের হয়। শুক্রবার মেদিনীপুরে রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র ইঙ্গিত দেন, দীপক সরকার লুকিয়ে রয়েছেন। তাই তাঁকে পুলিশ গ্রেফতার করতে পারছে না। সিপিএম অবশ্য সে কথা মানতে চায়নি। সিপিএম সূত্রের খবর, শনিবার দলের জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে সকলে একমত হন, অস্ত্র-কাণ্ডে যাঁদের নামে অভিযোগ রয়েছে তাঁদের কেউই লুকিয়ে বা আত্মগোপন করে থাকবেন না। তাঁদের বক্তব্য, এটি একটি মিথ্যে মামলা। ফলে লুকিয়ে বা আত্মগোপন করে থাকার প্রশ্নই নেই। বৈঠকে উপস্থিত ছিলেন দীপকবাবুও। |
বন্দির মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিচারাধীন বন্দির মৃত্যু হল। অনিল দাস (৫০) নামে ওই বন্দি মেদিনীপুর মেডিক্যালে মারা যান। |
|
|
|
|
|