কালো টাকা সাদা করতে সম্মতি জানানো নিয়ে ওঠা অভিযোগগুলির এ বার আলাদা ভাবে তদন্ত শুরু করল তিনটি বেসরকারি ব্যাঙ্ক। এ জন্য বিশেষজ্ঞ অডিট সংস্থা নিয়োগের কথাও জানিয়েছে একটি ব্যাঙ্ক। পাশাপাশি, তিনটি ব্যাঙ্কই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে অভিযুক্ত কর্মীদের বরখাস্ত অথবা কাজে আসতে নিষেধ করেছে। এর আগেই অবশ্য ব্যাঙ্কগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্র এবং রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। দোষী সাব্যস্ত হলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্র।
|
রাজীব গাঁধী ইক্যুইটি স্কিমের অধীনে ৩ বছরের প্রকল্প এনেছে বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড। বাজারে প্রথম পা রাখা এবং পুরনো লগ্নিকারীরাও টাকা ঢালতে পারবেন। ন্যূনতম লগ্নি ৫,০০০ টাকা। চালু থাকবে ২০ মার্চ পর্যন্ত। |