টুকরো খবর
কোচবিহারে অবৈধ নিয়োগ, অভিযোগ
এ বার নিয়োগ পরীক্ষা না নিয়ে বিধি ভেঙে কর্মী নিয়োগের অভিযোগ উঠল কোচবিহারে জেলা সেচ ও কৃষি দফতরে। দফতর সূত্রের খবর, এ দিন ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশ মেনে চার জন কাজে যোগ দেন। ওই তালিকায় আরও ১০ জনের নাম রয়েছে। আগামী সোমবার দুটি দফতরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত জানিয়েছে কো-অর্ডিনেশন কমিটির নেতৃত্ব। কমিটির অভিযোগ, ইতিমধ্যে দফতর দুটিতে ৩০ জন কাজে যোগ দিয়েছেন। কোচবিহার কৃষি দফতরে বুধবার চার জন কাজে যোগ দেন। বাকি ২৬ জন গত দু’দিনে সেচ দফতরে কাজে যোগ দিয়েছেন। প্রত্যেককে চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে মাসিক ৬৬০০ টাকা বেতন বিনিময়ে নিয়োগপত্র দেওয়া হয়েছে। যুব কংগ্রেসের তরফে জানানো হয়েছে, তারা আদালতে যাবে। সেচ দফতরের কোচবিহারের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সমর সরকার বলেন, “নিয়োগপত্রের ভিত্তিতে ৭ জন কাজে যোগ দিয়েছেন। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।” কোচবিহারের মুখ্য কৃষি আধিকারিক প্রণবজ্যোতি পন্ডিত অবশ্য একাধিক বার ফোন করা হলেও ফোন তোলেননি।

পরীক্ষায় নজরদারিতে ‘গাফিলতি’, শো-কজ
উচ্চমাধ্যমিক পরীক্ষাকন্দ্রে নজরদারিতে গাফিলতির অভিযোগে জেলাশাসকের নির্দেশে প্রধান শিক্ষক সহ তিন জন শিক্ষককে শো-কজ করলেন জেলা স্কুল পরিদর্শক। স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রধান শিক্ষক সৌমিত দাস ও অন্য দুই শিক্ষক কার্তিক রায় ও প্রান্তু মণ্ডলকে শোকজ করা হয়। শুক্রবার বালুরঘাটের উত্তমাশার নালন্দা হাই স্কুলে। জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “ওই স্কুলে দেখি শিক্ষকরা যথেষ্ট সতর্ক ছিলেন না। ছেলেদের আলোচনা করে উত্তর লেখার সুযোগ পেয়েছে।” উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায় অবশ্য এ দিন কলকাতায় জানান, এ ধরনের কোনও খবর তাঁদের কাছে নেই। প্রধান শিক্ষক বলেন, “শো-কজের চিঠি পেয়েছি।”

স্কুল বন্ধ, মাঠে পড়ছে খুদেরা
পাকা বাড়ি থাকা সত্ত্বেও চড়া রোদে ৫ দিন ধরে ক্লাস করতে হচ্ছে খুদে পড়ুয়াদের। শুক্রবার কুমারগঞ্জের গোপালগঞ্জের তিলনা প্রাথমিক স্কুলে। ক্ষুব্ধ অভিভাবকেরা। সোমবার স্কুলের প্রধানশিক্ষক স্কুল বাড়িতে তালা ঝুলিয়ে টানা ছুটি নিয়ে চলে যান বলে অভিযোগ। অপর শিক্ষক জালালউদ্দিন মণ্ডলকে বিপাকে পড়ে মাঠেই ক্লাস করাতে হচ্ছে। ৫ দিন ধরে ওই স্কুলে রান্না বন্ধ। জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেছি।” স্কুলে পড়ুয়ার সংখ্যা ৬৫। প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, অসুস্থতার কারণে তিনি ছুটিতে আছেন। স্কুল বাড়ির চাবি না দেওয়ার বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।

দু’টি ধর্ষণের অভিযোগ তুফানগঞ্জে
একই দিনে তুফানগঞ্জে ধর্ষণের দুটি ঘটনার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ থানায় দুটি অভিযোগ জমা পড়ে। প্রথম ঘটনাটি নাককাটিগছ এলাকার। বক্সিরহাটের বাসিন্দা এক তরুণী পুলিশের কাছে অভিযোগ জানান, বিয়ের প্রলোভন দিয়ে সেখানকার বাসিন্দা অনুকূল বর্মন নামে এক যুবক তাঁকে ধর্ষণ করে। তাকে গ্রেফতার করা হয়েছে। দ্বিতীয় অভিযোগটি জানান অন্দরানফুলবাড়ির বাসিন্দা এক বিধবা মহিলা। তাঁর অভিযোগ, ১৩ মার্চ রাতে বাড়ি ফাঁকা পেয়ে এক আত্মীয় তাঁকে ধর্ষণ করে পালায়।

শিক্ষিকাদের তালা
মিডডেমিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে চার শিক্ষিকাকে শ্রেণীকক্ষে তালাবন্দি করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। শুক্রবার মালঞ্চা এক মাইল শিশুশিক্ষা কেন্দ্রে। পুলিশ গিয়ে জনতাকে শান্ত করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.