বিনা পয়সায় দুঃস্থ শিশুদের হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে আগে থেকেই। এ বার অস্ত্রোপচার না করে ক্যাথিটার-এর সাহায্যে ‘ডিভাইস’ দিয়ে হৃদযন্ত্রের চিকিৎসা হল দুর্গাপুরের দ্য মিশন হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই পদ্ধতিতে গত কয়েক দিনে ৯টি শিশুর হৃদযন্ত্রের ফুটো সারাই হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসুর দাবি, এ ভাবে নিখরচায় বিনা অস্ত্রোপচারে দুঃস্থ শিশুদের হৃদযন্ত্রের ত্রুটি সারানোর নজির পূর্ব ভারতের কোথাও নেই।
সত্যজিৎবাবু জানান, আর্থ-সামাজিক ভাবে দুর্বল পরিবারের শিশুদের মধ্যেই হৃদযন্ত্রে ফুটো-সহ নানা জটিল সমস্যা বেশি দেখা যায়। দু’টি অলিন্দ, দু’টি নিলয়ের মধ্যে ফুটো থাকে। সমস্যা থাকে দু’টি মহাধমনীর সংযোগস্থলেও। দেখা গিয়েছে, দেশে প্রতি হাজার শিশুর মধ্যে গড়ে প্রায় ১৫ জন এ ধরনের সমস্যায় ভোগে। শিশুর হৃদযন্ত্রে অস্ত্রোপচার জটিল ও ব্যয়সাপেক্ষ। তাই দেশ-বিদেশের কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বিনামূল্যে এই ধরনের অস্ত্রোপচারের ব্যবস্থা করে আসছেন তাঁরা, জানান সত্যজিৎবাবু। |
ওই হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি এই রকম রোগে ভোগা শিশুদের চিকিৎসা ও অস্ত্রোপচারের একটি শিবির করে তারা। প্রায় দু’শো শিশুকে নিয়ে এসেছিলেন অভিভাবকেরা। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, কয়েক জনের অস্ত্রোপচার জরুরি। তবে প্রচলিত অস্ত্রোপচারে শিশুরা বেশ কষ্ট পায়। তাই বুকে ছোট ফুটো করে ‘ডিভাইস’ দিয়ে হৃদযন্ত্রের চিকিৎসার সিদ্ধান্ত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এতে খরচ একটু বেশি। কয়েক জন শিশুর বাবা-মা তার কিছুটা দিতে পেরেছেন। কিন্তু ৯টি শিশুর পরিবার তা-ও পারেননি। সত্যজিৎবাবু বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এরকম চিকিৎসা করি। এ বার বিনা অস্ত্রোপচারে তা করতে পেরে আরও খুশি।” |