টুকরো খবর
ফের স্কুলে চুরি বসিরহাটে
চুরির ঘটনা অব্যাহত বসিরহাটে। বৃহস্পতিবার ফের সন্দেশখালির কালীনগর হাইস্কুলে এবং ভোলাখালি আদিবাসী হাইস্কুলে চুরি হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দরজার তালা ভেঙে ঢুকে কালিনগর হাইস্কুলের আলমারি ভেঙে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। প্রায় ২৭ হাজার টাকা খোয়া গিয়েছে বলে পুলিশকে জানিয়েছেন প্রধান শিক্ষক আনন্দ মৈত্র। অন্য স্কুলটিতে গেটের তালা ভেঙে দোতলায় উঠে অফিস ঘরের তালা ভেঙে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় ল্যাপটপ, কম্পিউটার-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম। মঙ্গলবার রাতেও মিনাখাঁর মধ্য চৈতল বিবেকানন্দ বিদ্যাপীঠেও চুরি হয়। স্কুলের গেট ভেঙে প্রধান শিক্ষকের ঘরে ঢুকে লুঠপাটের ঘটনা ঘটে। এ ভাবে বসিরহাট জুড়ে একের পর এক মন্দির, সোনার দোকান এবং স্কুলে চুরির পাশাপাশি ছিনতাই ও কেপমারি বাড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।

মগরাহাটে ‘কৃষক দিবস’
এলাকার চাষিদের কৃষিকাজে উৎসাহ দিতে বৃহস্পতিবার মগরাহাট-২ পঞ্চায়েত সমিতি অফিসের প্রেক্ষাগৃহে পালিত হল ‘কৃষক দিবস’। কৃষি দফতরের সহযোগিতায় ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শ’খানেক চাষি। তাঁদের উপস্থিতিতে নানা রকম চাষ এবং সারের ব্যবহার নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিডিও রিজওয়ান ওহাব, মগরাহাট পূর্ব কেন্দ্রের বিধায়ক নমিতা সাহা, মগরাহাট-২ ব্লক কৃষি অধিকর্তা সুজিত দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি খইরুল হক লস্কর প্রমুখ। খইরুল হক লস্কর বলেন, “জৈব সারে উন্নত মানের সব্জিচাষের জন্য কালীকৃষ্ণ মণ্ডল নামে এক চাষিকে কৃষকরত্ন পুরস্কার হিসাবে শংসাপত্র ও ১০ হাজার দেওয়া হয়।”

কুলপির গ্রামে দেহ উদ্ধার
বাড়ির অদূরের গাছে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল। শুক্রবার সকালে কুলপির দুর্গানগর গ্রামের বাসিন্দা রবীন প্রামাণিক (৪৫) নামে ওই ব্যক্তির দেহটি উদ্ধারের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন। পুলিশ জানায়, পেশায় দিনমজুর রবীনবাবু বৃহস্পতিবার সকালে কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়না-তদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে।

চোলাই-সহ গ্রেফতার ২
৫০ লিটার চোলাই মদ-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বাগদা থানার স্থানীয় বাজিতপুর বাজার এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম যতীন হালদার ও বিকাশ সর্দার। তাদের বাড়ি ওই এলাকাতেই। দীর্ঘদিন ধরেই তারা চোলাই মদের ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু প্রৌঢ়ের
একটি ম্যাটাডর ও যন্ত্রচালিত ভ্যানরিকশার সংঘর্ষে মৃত্যু হল এক জনের। গুরুতর জখম হন ১০ জন। হতাহতেরা সকলেই ভ্যানরিকশার যাত্রী। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে দেগঙ্গার জীবনপুর বাজারের কাছে পৃথিবা রোডে। মৃতের নাম সিরাজ দফাদার (৫৫)। বাড়ি চৌরাসির উত্তর মাটিকুমড়ো গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা ১০টা নাগাদ দশ জন যাত্রী নিয়ে ভ্যানরিকশাটি বেড়াচাঁপা থেকে মাটিকুমড়ো গ্রামের দিকে যাচ্ছিল। হাবরার দিকে থেকে আসা ম্যাটাডারটি একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানরিকশাটিকে ধাক্কা মারে।

পাট্টা বিলি
শুক্রবার দুপুরে পাথরপ্রতিমার ব্লক অফিসের সামনে একটি অনুষ্ঠানে দিগম্বরপুর পঞ্চায়েত এলাকার ১৪৯ জন চাষিকে পাট্টা দেওয়া হল। পাট্টা তুলে দেন বিধায়ক সমীর জানা এবং বিডিও অচিন্ত্য হাজরা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ রজ্জাক, ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক চন্দ্রশেখর নস্কর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.