টুকরো খবর
বরফকলে বিস্ফোরণ, মৃত্যু কর্মীর
বরফকলে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক কর্মীর। শুক্রবার সকালে ঘাটাল থানার খড়ারে দুর্ঘটনাটি ঘটে। মৃত কর্মী সুনীল বাঁকের (৫৩) বাড়ি ঘাটাল থানার কুরানে। এ ছাড়াও সিলিন্ডার সারাতে আসা দুই মিস্ত্রী দিলীপ কামিল্যা ও মহম্মদ আলি ভাঙি গুরুতর জখম হয়েছেন। আহতদের প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে দিলীপ কামিল্যাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আহত দু’জনেরই বাড়ি চন্দ্রকোনা রোডের ডাবচায়। পুলিশ সূত্রের খবর, দীর্ঘ কুড়ি বছর ধরে খড়ার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের সিনেমা হল সংলগ্ন মাঝের পাড়ায় বরফকলটি চলছে। বরফকলের মালিক তৃণমূল পরিচালিত খড়ার পুরসভার চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়ের ভাইপো পৃথ্বীরাজ। যদিও পৃথ্বীরাজ পড়াশোনার জন্য বাইরেই থাকেন। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে কলের সিলিন্ডারটি সারিয়ে অ্যামোনিয়া গ্যাস ভর্তি করার সময় দুর্ঘটনাটি ঘটে। বরফকলের ছাদ উড়ে যায়। ফাটল ধরে দেওয়ালে। খড়ারের পুরপ্রধান উত্তমবাবু বলেন, “কী করে দুর্ঘটনাটা ঘটল বুঝতে পারছি না। কেননা, ঘটনাস্থলেই এক জন মারা যান। বাকি দু’জনের কথা বলার পরিস্থিতি ছিল না।” দুর্ঘটনার খবর পেয়ে বরফকলে এসেছিলেন ডিএসপি (ক্রাইম) দেবজ্যোতি চক্রবর্তী। তিনি বলেন, “নিছকই দুর্ঘটনা। এখনও পর্যন্ত কেউ কোনও মামলা করেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

ইঞ্জিনিয়ারিং কলেজ খালি করার নির্দেশ
চতুর্থ বর্ষের ছাত্র প্রমোদ কুমারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ। বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ নোটিস দিয়ে অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বাতিল করেন ও শুক্রবার সকালের মধ্যে আবাসিকদের ছাত্রাবাস খালি করার নির্দেশ দেন। কলেজের ছাত্রাবাস খালি করার নির্দেশ সত্ত্বেও তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্ররা সেখান থেকে যাননি। সকাল ১০টার পর কলেজের অধিকর্তা-সহ শিক্ষকরা ছাত্রাবাসে গিয়ে তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে জোর করে বার করে দেন বলে অভিযোগ। চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের বক্তব্য, আজ শনিবার কলকাতায় তাঁদের ক্যাম্পাসিং রয়েছে। তাই হস্টেল ছাড়লে সমস্যায় পড়তে হবে তাঁদের। ক্যাম্পাসিংয়ে যাওয়ার জন্য হস্টেলে অন্তত আগামীকাল পর্যন্ত থাকার অনুমতি চান তাঁরা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ সেই প্রস্তাবে রাজি হননি। কলেজ কর্তৃপক্ষের যুক্তি, ছাত্র-ছাত্রীরা ছাত্রাবাস ছেড়ে গেলেও ক্যাম্পাসিংয়ে যেতে অসুবিধা হবে না। দিল্লি, চেন্নাইয়ের ক্যাম্পাসিংয়ে যে ভাবে যান, সে ভাবেই কলকাতায় যাবেন। কলেজ অধিকর্তা নরেন্দ্রনাথ জানার যুক্তি, “কলেজের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা বিক্ষোভ-ভাঙচুরের পাশাপাশি ক্লাস বয়কট করছিল। এর জেরে কলেজের স্বাভাবিক পরিবেশ ব্যহত হচ্ছিল, তাই সাময়িক কলেজ বন্ধ রাখতে হল। সোমবার কলেজের পরিস্থিতি নিয়ে বৈঠক হবে। তখন পরিস্থিতি দেখে ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সাসপেন্ড শিক্ষক
শ্লীলতাহানির দায়ে স্কুল থেকে সাময়িক বরখাস্ত হলেন কাঁথি মহকুমা হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহকারী ঠিকাদার তথা অঙ্কের শিক্ষক কানাইলাল জানা। তিনি গত ১০ মার্চ মহকুমা হাসপাতালের এক মহিলা কর্মীকে মারধর ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। বর্তমানে তিনি জেল হেফাজতে। রাখাল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নির্মল আদক জানান, “কানাইলাল জানার গ্রেফতারের খবর সরকারি ভাবে জানার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা ছাড়াও বিষয়টি স্কুলের পরিচালন সমিতির সম্পাদক ও বিদ্যালয় পরিদর্শকের অফিসে জানিয়ে দেওয়া হয়েছে।”

নলকূপ চালু
দুই মেদিনীপুর জেলার প্রত্যন্ত এলাকায় চাষিদের সেচের সুবিধা এবং পানীয় জলের জন্য ৬৩টি অগভীর নলকূপ বসানো হল। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ওই নলকূপের সূচনা করেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। দাসপুরের সোনাখালি ব্লক অফিস চত্বরে ওই অনুষ্ঠানে আরও ৭৭টি অগভীর নলকূপ তৈরির প্রতিশ্রুতি দেন মন্ত্রী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.