|
|
|
|
বিনপুরে প্রশাসনিক সভা, ফের জেলাসফরে মুখ্যমন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দু’মাসের মাথায় ফের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার বিনপুরে আসবেন তিনি। সেখানে প্রশাসনিক সভা হবে।
চলতি বছর জানুয়ারি মাসেই জঙ্গলমহল বিবেক ছাত্র যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতে মেদিনীপুর এসেছিলেন মুখ্যমন্ত্রী। ওই দিনই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, জানুয়ারি মাসের ১৬ তারিখ তিনি বেলদা যাবেন। সেখানেও প্রশাসনিক সভা হবে। একই মাসে ১৫ দিনের মধ্যে পরপর দু’বার পশ্চিম মেদিনীপুর জেলায় দু’টি প্রশাসনিক সভা করেন। যেখান থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। তারপর মাঝে গিয়েছে শুধু ফেব্রুয়ারি মাস। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই প্রশাসনিক কর্তাদের অনুমান ছিল আর হয়তো প্রশাসনিক সভা হবে না জেলায়। নির্বাচন ঘোষণা হলে, মুখ্যমন্ত্রী রাজনৈতিক সভা করতে আসতে পারেন বড় জোর। কিন্তু সমস্ত অনুমান ও জল্পনায় জল ঢেলে শুক্রবারই মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানিয়ে দেওয়া হয়, মঙ্গলবার বিনপুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী।
কী হবে সেই সভায়?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে যেহেতু পঞ্চায়েত নির্বাচনের আগে এই সভা, আবার সভাটি হবে জঙ্গলমহলের বিনপুরে, তাই আবারও কিছু নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক আধিকারিকের কথায়, “জঙ্গলমহলে যে উন্নয়নমূলক কর্মযজ্ঞ হচ্ছে তা মানুষকে বোঝাবেন মুখ্যমন্ত্রী।” শুক্রবারই মুখ্যমন্ত্রীর সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জেলা প্রশাসন জানতে পেরেছে। অর্থাৎ প্রস্তুতির জন্য মাত্র চার দিন হাতে সময় পাচ্ছে প্রশাসন। এর মধ্যেই সমস্ত বিভাগের যাবতীয় রিপোর্ট সংগ্রহ করতে হবে। কারণ, যে কোনও সময় মুখ্যমন্ত্রী যে কোনও দফতরের কাজের খতিয়ান নিতে পারেন। বিশেষত, মুখ্যমন্ত্রীর বিশেষ প্যাকেজের রিপোর্ট অতি গুরুত্বপূর্ণ। যে খাতে হস্টেল, নতুন স্কুল ভবন, স্টেডিয়াম, আইটিআই, পলিটেকনিক কলেজ, ভরসাঘাট সেতু, আমকোলা সেতু প্রভৃতি হচ্ছে বা হবে। প্রতিটি বিষয়েই পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টায় সভা ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী আগের দিনও আসতে পারেন বলে প্রশাসনিক কর্তাদের অনুমান। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হয়তো ঝাড়গ্রাম রাজ বাড়িতে রাত্রিবাস করবেন। মুখ্যমন্ত্রী জেলা সফরের খবর নিশ্চিত করেছেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতিও। |
|
|
|
|
|