শেষ ষোলোয় এসি মিলানকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ম্যাচে ছিটকে দেওয়ার পর লিও মেসির বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রাক্তন মিলান কোচ আনসেলোত্তির বর্তমান দল প্যারিস সাঁ জাঁ-র মুখোমুখি। শুক্রবার উয়েফা-র লটারি ড্র-তে ইউরোপের সেরা ফুটবল টুর্নামেন্টের শেষ আটের লাইন আপ চূড়ান্ত হওয়ার পর দেখা যাচ্ছে, হরেক পুনর্মিলন। কোচে-কোচে। ফুটবলার-ফুটবলারে। ফুটবলার-কোচে। পেপ গুয়ার্দিওলার আমলে এক মরসুম (২০০৯-১০) বার্সেলোনার জার্সিতে খেলে ২১ গোলের ফুলঝুরি ছুটিয়েও জ্লাটান ইব্রাহিমোভিচ কোচের সঙ্গে ঝামেলায় মেসি-ইনিয়েস্তা-জাভিদের ছেড়ে চলে যাওয়ার পর ন্যু কাম্পে নামবেন পুরনো সতীর্থদের বিরুদ্ধে। তবে প্যারিস সাঁ জা বিশ্বের ধনীতম ফুটবলার বেকহ্যামকে প্রথম এগারোয় রাখুক বা না-রাখুক। প্রথম লেগে পাবে না অন্যতম সেরা অস্ত্র ইব্রাহিমোভিচকে। শেষ ষোলোয় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে প্রথম লেগে লাল কার্ড দেখায় ইব্রা দু’ম্যাচ সাসপেন্ড। ফিরবেন একেবারে ন্যু কাম্পে। আনসেলোত্তি অবশ্য “দারুণ খুশি’’ মেসির দলের সামনে পড়ায়। “আমাদের সেরা পারফরম্যান্স দেখানোর এর চেয়ে ভাল মোটিভেশন কী হতে পারত,” বলেছেন পিএসজি-র ইতালিয়ান বস। রোনাল্ডোর রিয়াল আবার গালাতাসারের মুখোমুখি হওয়ায় হোসে মোরিনহোর টক্কর দাঁড়িয়ে গেল তাঁর দুই পুরনো শিষ্যের বিরুদ্ধে। ইন্টার মিলান ফেরত ডাচ তারকা স্নাইডার এবং চেলসি ফেরত দ্রোগবাকে আটকানোর ছক খুঁজতে হবে ‘স্পেশ্যাল ওয়ান’-কে। ইন্টার এবং চেলসিদু’দলকে মোরিনহো যখন কোচিং দিয়েছেন যথাক্রমে স্নাইডার ও দ্রোগবা ছিলেন কোচের অন্যতম সেরা অস্ত্র।
প্যারিস সাঁ জা-র বিরুদ্ধে পঁচানব্বইয়ে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে শেষ মুখোমুখি হয়ে দু’পর্ব মিলিয়ে ২-৩ হারতে হয়েছিল বার্সাকে। গালাতাসারে বারো বছর আগে নক আউটে রিয়ালের মুখোমুখি হয়ে ঘরের মাঠে ন’বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীদের হারালেও বের্নাবৌতে ০-৩ হেরে ছিটকে গিয়েছিল। বায়ার্ন-জুভেন্তাস লড়াই তিন বছর পর দেখতে চলেছে ফুটবলদুনিয়া। শেষ বার প্রথম লেগ গোলশূন্য থাকলেও ঘরের মাঠে জার্মান টিম ৪-১ উড়িয়ে দিয়েছিল ইতালিয়ান ক্লাবকে। এ বার সেরি এ-তে এখনও শীর্ষে থাকা জুভেন্তাস কি বদলা নিতে পারবে? শেষ আটে অন্য জার্মান দল বরুসিয়ার চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগে এ বারের ডার্ক হর্স মালাগা-কে সামলানোর। এ দিকে, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে কোনও ব্রিটিশ ক্লাব না থাকলেও ইউরোপা লিগে ছবিটা অন্য রকম। গত রাতে কোয়ার্টার ফাইনালে পৌঁছল চেলসি। এ বার সামনে রুবেন কাজেন। আর এক ইপিএল দল টটেনহ্যামও শেষ আটে।
|
শেষ আটের যুদ্ধে |
রিয়াল মাদ্রিদ-গালাতাসারে (২ ও ৯ এপ্রিল) |
বরুসিয়া ডর্টমুন্ড-মালাগা (২ ও ৯ এপ্রিল) |
বার্সেলোনা-প্যারিস সাঁ জাঁ (৩ ও ১০ এপ্রিল) |
বায়ার্ন মিউনিখ-জুভেন্তাস (৩ ও ১০ এপ্রিল) |
|