দ্বিতীয় দিনের শেষে মোহালি টেস্টে দু’দলই লড়াইয়ে আছে। শেষ সেশনে চারটে উইকেট নেওয়ার জন্য ভারত একটু এগিয়ে থাকলেও তৃতীয় দিন অস্ট্রেলিয়ার জন্যও ইতিবাচক কয়েকটা ব্যাপার থাকছে। শনিবার প্রথম সেশনেই বোঝা যাবে অস্ট্রেলিয়া চারশো তুলতে পারবে কি না। এই পিচে যেটা যথেষ্ট লড়াকু স্কোর। মিচেল স্টার্কের সঙ্গে স্টিভ স্মিথ ব্যাট করছে। স্মিথ কিন্তু খোলা মনে আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে।
অস্ট্রেলিয়ার দিক থেকে সবচেয়ে স্বস্তির ব্যাপার হল এই টেস্টে ওদের ভাল শুরু। বৃষ্টিতে প্রথম দিনের খেলা ভেস্তে গিয়ে মনে হয় ওদের ভালই হয়েছে। প্রথম সেশনটা অত কঠিন ছিল না। কাওয়ান-ওয়ার্নার দু’জনেই চাপ ছাড়া খেলতে পেরেছে। ওদের সেঞ্চুরি পার্টনারশিপ দলের ভিত গড়ে দিয়েছে। ভাল একটা টস জিতে ক্লার্ক নিশ্চয়ই লাঞ্চ পর্যন্ত বেশ খুশি ছিল। কিন্তু আরও একবার প্রথম চার ব্যাটসম্যানের কেউই বড় সেঞ্চুরি করতে পারল না। আগেও লিখেছি, ভাল শুরু একটা ম্যাচে কত জরুরি। আর এখানেই অস্ট্রেলিয়া ভুগছে।
দ্বিতীয় দিনের শেষে, বিশেষ করে শেষ সেশনের পরে ভারতের খুশি হওয়ারই কথা। ধোনি ভাল নেতৃত্ব দিচ্ছে। সারা দিন বেশ আক্রমণাত্মক ভাবে ফিল্ড সাজাল। গোটা সিরিজে ভাল পারফর্ম করা অশ্বিন এ দিনও খুব কার্যকরী ছিল। উল্টো দিকে জাডেজা সহজ ভাবে বল করছিল। আরও এক বার অশ্বিন-জাডেজা জুটি অস্ট্রেলিয়ার জন্য সমস্যা তৈরি করল। ইশান্ত খুব খাটল। ভারতের পিচে ও যেটা প্রায়ই করে থাকে। ভাল ছন্দে থাকা ইশান্ত দুটো গুরুত্বপূর্ণ উইকেটও নিল। বিদেশ সফরে ভারতের জন্য ও খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। তাই ইশান্তকে ফর্মে ফিরতে দেখে ভাল লাগছে।
শনিবার অস্ট্রেলিয়াকে চারশো তোলার চেষ্টা করতেই হবে। সেটা না করতে পারলে ভারত খুব ভাল একটা সুযোগ পেয়ে যাবে। প্রথম দিন খেলা ভেস্তে গেলেও বাকি তিন দিনে প্রচুর ক্রিকেট বাকি আছে। |