জঙ্গলঘেরা গোয়ালতোড়ের রূপারঘাঘরা ইকো-ট্যুরিজম পার্কের হাল ফেরাতে তৎপর হয়েছে বন দফতর। এর জন্য সবমিলিয়ে ১ কোটি ১০ লক্ষ টাকার প্রকল্প তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হলে পার্কের সংস্কার কাজ শুরু হবে। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পার্কে গিয়েছিল জেলা প্রশাসনের একটি দল। ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী, জেলা পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক প্রণব ঘোষ, বন দফতরের রূপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা প্রমুখ। |
প্রায় দশ বছর আগে রূপারঘাঘরায় এই ইকো-ট্যুরিজম পার্ক তৈরি হয়। খরচ হয়েছিল ৩৫ লক্ষ টাকা। শিশু উদ্যান থেকে গেস্ট হাউস, পিকনিক স্পট থেকে ঝর্না-সবই ছিল। প্রায় পাঁচ হেক্টর জায়গার উপর তৈরি এই পার্ক দেখভালের অভাবে এখন ধুঁকছে। পিকনিক স্পটের শেড ভেঙে গিয়েছে। গেস্ট হাউসের পরিস্থিতি আরও করুণ। দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। সামান্য বৃষ্টি হলে চারদিকে জল জমে যায়। শিশু উদ্যানের সমস্ত সরঞ্জামও অচল। গোয়ালতোড়ের ওই এলাকায় মাওবাদী তৎপরতা বেড়েছিল। রাজ্যে পালাবদলের পর জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছে। পার্কের হাল ফেরাতে ফের তৎপরতা শুরু হয়েছে। পার্কটি চালুর আগে ঠিক কী কী কাজ করা জরুরিতা দেখতে বৃহস্পতিবার এলাকায় গিয়েছিল জেলা প্রশাসনের ওই দল। জেলাশাসক, পুলিশ সুপার সমস্ত কিছু খতিয়ে দেখেন। সিদ্ধান্ত হয়েছে, আইএপি-এনআরইজিএ’র মতো প্রকল্পে কিছু কাজ শুরু হবে। যেমন, এনআরইজিএ প্রকল্পে পার্কের রাস্তার কাজ হতে পারে। মোরাম ফেলা যেতে পারে। আবার আইএপি প্রকল্পে নলকূপ তৈরি করা যেতে পারে। রূপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “অতীতে এই পার্কে প্রচুর মানুষ জেলা, জেলার বাইরে থেকে এসেছেন। পার্কের জন্য নানা পরিকল্পনা হয়েছে। দ্রুত সম্ভব পার্কের সংস্কার শুরু হবে।” |