অবৈধ পোস্ত ও গাঁজা চাষ নষ্ট করল পুলিশ। খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বড়কোলা, কেশপাল এলাকায় অবৈধ ভাবে পোস্ত ও গাঁজা চাষ হচ্ছিল বলে খবর পেয়েছিল পুলিশ-প্রশাসন। শুক্রবার সকালে খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে এক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দেখা যায়, অভিযোগটি ঠিক। এলাকার কিছু জমিতে পোস্ত চাষ হয়েছে। গাঁজা চাষও হয়েছে। এরপরই ওই সব গাছ কেটে পুড়িয়ে দেয় পুলিশ। এসডিপিও’র বক্তব্য, “অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ করা হয়।”
|
কয়েক লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার হল কাঁথির বন দফতর ও পুলিশের যৌথ অভিযানে। বৃহস্পতিবার কাঁথি ১ ব্লকের মাজিলাপুর অঞ্চলের বগুরান ও শরদপুরে ওই অভিযানে ৬টি ট্রাক-ভর্তি ওই কাঠ আটক হয়। কাঁথি ১ ব্লকের জুনপুট থেকে শৌলা পর্যন্ত সমুদ্র উপকুলবর্তী এলাকায় দীর্ঘ দিন ধরেই পাচারের জেরে বনভূমি কার্যত ধ্বংস হয়েছে বলে অভিযোগ।
|
গন্ডারের আক্রমণে প্রাণ হারালেন এক চা-বাগান শ্রমিক। ঘটনাটি ঘটেছে কাজিরাঙার কোহরা রেঞ্জে। রেঞ্জার মুকুল তামুলি জানান, মেথনি চা-বাগানের শ্রমিক বুধেশ্বর গোয়ালা ভেরনি বন শিবিরের কাছে, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে গন্ডারটির মুখোমুখি পড়ে যান। তখনই তাঁর মৃত্যু হয়।
|
সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের জমির পোস্ত গাছ নষ্ট করে দিয়েছে আবগারি দফতর ও পুলিশ-প্রশাসন। শুক্রবার নদিয়ার চাকদহের আলাইপুরে মদনপুর-২ পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম প্রধান গৌরাঙ্গ সরকারের জমিতে বেআইনি ভাবে পোস্ত চাষ হচ্ছিল বলে পুলিশ জানায়। |