|
|
|
|
বাংলাদেশি অক্ষরেখায় মেজাজ বদল বসন্তের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভরা বসন্তেও বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গের আকাশে। সৌজন্যে- বাংলাদেশ থেকে মহারাষ্ট্রের বিদর্ভ পর্যন্ত বিস্তৃতএকটি নিম্নচাপ অক্ষরেখা। আর এর জেরে শুক্রবার থেকেই চেনা বসন্তের চিত্রটা বদলে গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ছত্তীশগঢ়ের উপর দিয়ে গিয়েছে। তার জেরেই আগামী ২৪ঘন্টায় দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। আজ, শনিবার বিকেলের পর থেকে কলকাতার কোনও কোনও এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহবিদেরা। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ শুক্রবার বলেন, “পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলার একাংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
এ দিন সকাল থেকেই শহরের আকাশ ছিল মেঘলা। ছিল ভ্যাপসা গরমও। আবহবিদেরা জানান, নিম্নচাপ অক্ষরেখার জেরেই এই পরিস্থিতি। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা কিছুটা কম থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উপরে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।
মৌসম ভবন জানিয়েছে, ২৪ ঘণ্টায় কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল-সহ উত্তর ভারতের একাংশে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকাতেও। মৌসম ভবনের এক আবহবিদ জানান, “কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে ওই অঞ্চলে বৃষ্টি হয়েছে। এ দিন ঝঞ্ঝাটি নেপালের দিকে সরেছে।” তবে কাল, রবিবার কাশ্মীরে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা হাজির হতে পারে বলে আবহবিদেরা জানান। তবে মধ্যভারতের বৃষ্টির কারণটি অন্য।
সেটা কী? আবহবিজ্ঞানীদের ব্যাখ্যা, পূর্ব মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের কারণেই ওই এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী ৪৮ ঘন্টা ওই এলাকায় বৃষ্টি হতে পারে বলে মৌসম ভবনের পূর্বাভাস। |
|
|
|
|
|