|
|
|
|
ইউপিএসসিতে ইংরেজির গুরুত্ব নিয়ে ক্ষোভ সংসদে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সর্বোচ্চ স্তরের প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে ইংরেজিতে দক্ষতা বাধ্যতামূলক করার বিরুদ্ধে তীব্র আপত্তি উঠল সংসদে। বিভিন্ন দলের সাংসদদের বিরোধিতার মুখে পড়ে ইউপিএসসি-র এই সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
গত ৫ মার্চ ইউপিএসসি-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আইএএস পরীক্ষার ক্ষেত্রে ইংরেজিতে দক্ষতা থাকা জরুরি। এই বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। আজ তা নিয়েই সংসদে প্রথমে সরব হন লালুপ্রসাদ যাদব। তাঁর সঙ্গে সুর মেলান বিজেপি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি-সহ বিভিন্ন দলের রাজনীতিকরা। তাঁরা ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখান। স্লোগান ওঠে, “ইংরেজি সে কাম না হোগা, দেশ ফির সে গোলাম না হোগা।” এমনকী ইউপিএসসি চেয়ারম্যানকে ইমপিচ করার দাবিও ওঠে। প্রবল বিরোধিতার মধ্যে সংসদে ঘণ্টাখানেক বিতর্কের পর কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী জানান, “সরকার এ ব্যাপারে ইউপিএসসি কর্তৃপক্ষকে ডেকে আলোচনা করবে। তত দিন পর্যন্ত ওই বিজ্ঞপ্তি স্থগিত রাখা হল।”
সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়োগের পরীক্ষায় ইংরেজির গুরুত্ব দেওয়া হবে তা, দীর্ঘদিনের বিতর্কিত বিষয়। অনেকে বলেন, আন্তর্জাতিক স্তরে দ্বিপাক্ষিক কূটনৈতিক আলোচনা ও প্রস্তাব রচনা থেকে শুরু করে প্রশাসনিক নানান বিষয়ে ইংরেজির প্রয়োগ অপরিহার্য। কিন্তু লালুপ্রসাদ, সংযুক্ত জনতা নেতা শরদ যাদব বা বিজেপি নেতা গোপীনাথ মুণ্ডেদের বক্তব্য, সমাজের দুর্বল অংশকে কোণঠাসা করার চক্রান্ত করছেন ইউপিএসসি কর্তৃপক্ষ। একই অভিযোগ করে বিজেপি শাসিত রাজ্যের দুই মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিবরাজ সিংহ চহ্বাণ আজ সরব হন। এমনকী মোদী প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন।
এই অবস্থায় ইউপিএসসি-র সিদ্ধান্ত পুরোপুরি খারিজ হয় কি না এখন সেটাই দেখার। |
|
|
|
|
|