ইতালীয় নৌসেনাদের হাতে নিহত দুই ভারতীয় মৎস্যজীবীর ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ দিতে চায় ইতালির ত্যারান্তো শহর। এ কথা জানিয়েছেন ত্যারান্তোর মেয়র ইপ্পাজিও স্তেফানো।
মৎস্যজীবী খুনে ধৃত দুই ইতালীয় নৌসেনাকে ভারতে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছে ইতালি। সুপ্রিম কোর্টে ওই সেনাদের ফেরার বিষয়ে মুচলেকা দিয়েছিলেন ইতালীয় রাষ্ট্রদূত ড্যানিয়েল মানচিনি। ফলে, বিষয়টি নিয়ে কূটনৈতিক লড়াই শুরু হয়েছে ভারত ও ইতালির।
দুই নৌসেনার এক জনের বাড়ি ত্যারান্তোতে। সেই শহরের মেয়রের এ হেন প্রস্তাব ইতালির তরফে কূটনৈতিক উত্তাপ কমানোর চেষ্টা বলেই মনে করছে কূটনৈতিক শিবির। আজ ভারতীয় রাষ্ট্রদূত দেবব্রত সাহার মাধ্যমে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে একটি চিঠি পাঠিয়েছেন ইপ্পাজিও স্তেফানো।
স্তেফানো জানিয়েছেন, ভারতের প্রতি তাঁদের শ্রদ্ধা অপরিসীম। ভারত ও ইতালির সম্পর্কও খুবই ভাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যে ব্রিটিশ সেনাবাহিনী ইতালিকে মুক্তি দিয়েছিল তাতে ভারতীয় সেনারাও ছিলেন। নৌসেনাদের হাতে দুই ভারতীয় মৎস্যজীবীর খুন হওয়া খুবই দুঃখজনক ঘটনা। ওই দুই ধীবরের ছেলেমেয়েদের ত্যারান্তোতে পড়াশোনার সুযোগ করে দিতে তিনি খুবই আগ্রহী।
ইতালীয় নৌসেনার ওয়েবসাইটে ওই দুই নৌসেনার প্রতি সহমর্মিতার চিহ্ন হিসেবে একটি হলুদ রিবনের ছবি ছিল। সেটি সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। |